মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গত বছর চীন যে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে, তা পরমাণু বোমা ছুঁড়তে সক্ষম বলে দাবি করেছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পরমাণু বোমা ছুঁড়তে পারে চীন। ওই এলাকায় কোনো জাহাজকে লক্ষ্য করে ডংফেং-২৬ রকেটও আঘাত করতে পারে চীন। যুক্তরাষ্ট্র তাদের বার্ষিক এই রিপোর্টে জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বর মাসে মোতায়েন করা হয়েছে ওই ক্ষেপনাস্ত্র। একটি মিলিটারি প্যারেড চলাকালীন সেটি মোতায়েন করা হয়। বর্তমানে চীন সামরিক খরচের দিক থেকে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে। বেইজিং ক্রমশ আকাশ ও সমুদ্রে নিজেদের আধিপত্য বিস্তার করতে প্রচুর খরচ করছে। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গত ৭০ বছর ধরে আধিপত্য বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। এবার সেই জায়গাটাই নেয়ার চেষ্টা করছে চীন। চীনের নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয় উঠে এসেছে পেন্টাগনের এই রিপোর্টে। তাইওয়ানের সঙ্গে ঠান্ডা সম্পর্ক, পাকিস্তানকে ড্রোন বিক্রি, আফ্রিকায় মিলিটারি বেস তৈরি করা সহ বিভিন্ন বিষয় উঠে এসেছে এই রিপোর্টে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।