Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাতির কঙ্কাল সাড়ে ৬ লাখ ডলার

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ফ্রান্সের লিওঁ শহরে প্রায় ১০ হাজার বছর আগে পৃথিবীতে বসবাসকারী একটি অতিকায় লোমশ হাতির কঙ্কাল সাড়ে ৬ লাখ ডলারের কিছু কম দামে নিলামে বিক্রি হয়েছে গত শনিবার। নিলামে তোলার আগে হাতির দানবীয় এই কঙ্কাল সামনের দিকে হেঁটে আসার ঢঙে স্থাপন করা হয়। বিশাল বাঁকানো দাঁত, শুড়সমেত হাতিটির কাঠামো পুনর্নির্মাণ করা হয়েছে। ফ্রান্সের ওয়াটার প্রæফিং কোম্পানি সপরেমার প্রধান নির্বাহী পিয়েরে-এটিনি বিদঁস্কেডলার নিলামকারী প্রতিষ্ঠান অগুটিসের নিলামে অংশ নিয়ে দরকষাকষি করে কঙ্কালটি চড়া মূল্যে কিনে নিয়েছেন। এ বাবদ তাকে দিতে হয়েছে ৬ লাখ ৪৪ হাজার ১৪৯ ডলার। সপরেমা কোম্পানির লোগোও একটি প্রাগৈতিহাসিক হাতি। সপরেমার প্রধান বির্বাহী জানিয়েছেন, তাদের ফার্মের লবিতে কঙ্কালটি স্থাপন করবেন। তিনি বলেছেন, আমাদের যথেষ্ট জায়গা আছে। এখন পর্যন্ত পাওয়া অতিকায় হাতির কঙ্কালের মধ্যে এটি সবচেয়ে বড়। এর উচ্চতা ১০ ফুটের কিছু বেশি। কঙ্কালটি পুনর্নির্মাণ করা হয়েছে মূল হাতির প্রায় ৮০ শতাংশ হাড় দিয়ে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ