Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মন্ত্রী ছায়েদুল হকের দাফন সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৭, ৫:১৬ পিএম | আপডেট : ৫:৩৮ পিএম, ১৭ ডিসেম্বর, ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব, গণ মানুষের নেতা এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হকের নামাজে জানাজা দুপুর সাড়ে ১২টায় দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়েছে। এর আগে মুক্তিযুদ্ধের এই বীর সেনানীকে গার্ড অব অনার প্রদান করে এক মিনিট নীরবতা পালন করা হয়। জানাজায় অংশ নেয়ার জন্য মানুষের ঢল নামে। প্রায় লক্ষাধিক লোক অংশ নেয়। জানাজায় শেষে মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের প্রতি নাসিরনগরে আওয়ামী পরিবারসহ মুক্তিযুদ্ধের পক্ষের নানা শ্রেণি পেশার মানুষসহ সর্বস্তরের নাগরিক ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। সর্বজনশ্রদ্ধেয়, সৎ মানুষ হিসেবে খ্যাত প্রয়াত মন্ত্রী ছায়েদুল হক সকলের ভালবাসা ও অশ্রু নয়নে চির বিদায় নিলেন। জানাজায় অংশ নেন আইন মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবদুল মতিন খসরু, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম.উবায়দুল মোক্তাদির চৌধুরী, সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, বাংলাদেশ আওয়ামীলীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, জেলা পরিষদ চেয়ারম্যান সফিকুল আলম এমএসসি, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আরিফ আজাদ,মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডঃ নজরুল আনোয়ার, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ একে একরামুজ্জামান, সাবেক উপ-মন্ত্রী এডভোকেট হুমায়ুন কবির, কেন্দ্রীয় স্বেচছাসেবক লীগের সহ সভাপতি মঈনুদ্দিন মঈন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াসিন, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এম.এ করিম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, সরাইল উপজেলার সাবেক চেয়ারম্যান রফিকুল উদ্দিন ঠাকুর, সরাইল আওয়ামীলীগ এর যুগ্ম আহবায়ক শিউলী আজাদসহ সহ আওয়ামীলীগ, বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। তাঁর জন্মস্থান উপজেলার পূর্বভাগ হাই স্কুল মাঠে বাদ জোহর তৃতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাঁকে দাফন করা হয়। নামাজের জানাযার আগে তার একমাত্র ছেলে চিকিৎসক রায়হানুল হক জানাযায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তাঁর বাবার আত্মার শান্তি কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ