পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
টাকার অভাবে আওয়ামী লীগের অনেক নেতা তাদের সন্তানদের বিয়ে দিতে পারেন না বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সদ্য মৃত মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের প্রথম জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ছায়েদুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহকর্মী ছিলেন। ওনার মৃত্যুতে আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে। যা কখনও পূরণ হবে না।
তিনি বলেন, ক্ষমতায় গেলে আমরা অনেকে অনেক সম্পদ গড়ে তুলি। কিন্তু ওনার মধ্যে এ ধরণের প্রবণতা ছিল না। তিনি টিনের ঘরে থাকতেন। আওয়ামী লীগের অনেক নেতা আছেন যারা টাকার অভাবে ছেলে মেয়েকে বিয়ে দিতে পারেন না, লেখাপড়া করাতে পারেন না। এটাই আওয়ামী লীগ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।