Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন গ্রহের সন্ধান দিলেন বিজ্ঞানীরা

| প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : হারানো মানবগোষ্ঠী, নিখোঁজ জাহাজ এমনকি হারিয়ে যাওয়া বন আবিষ্কারের ধারাবাহিকতায় এবার নতুন দুইটি গ্রহ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। গ্রহ দুইটি আমাদের সৌরজগতের মতো কোনও নক্ষত্র সিস্টেমের সদস্য। এরমধ্যে একটি পৃথিবী থেকে দুই হাজার ২০০ আলোকবর্ষ দূরের কেপলার-৯০ নক্ষত্রের গ্রহ। এই আবিষ্কারটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওই নক্ষত্রেরও আমাদের সৌরজগতের মতো আটটি গ্রহ রয়েছে। এই প্রথম আমাদের সৌরজগতের মতো এতো বেশি সংখ্যক গ্রহ সমৃদ্ধ নক্ষত্রের সন্ধান পাওয়া গেল। গুগল টিম নাসার কেপলার মহাকাশ টেলিস্কোপের মাধ্যমে গাণিতিক সংকেত পাঠিয়ে হাজার হাজার সংকেত ফেরত পেয়েছে। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষক ও নভোচারী অ্যান্ড্রু ভানডারবার্গ বলেন, কেপলার-৯০ নক্ষত্র সিস্টেমটিকে আমাদের সৌর জগতের ক্ষুদ্র সংস্করণ বলা যাছ। আমাদের মতো তাদেরও ছোট গ্রহগুলো ভেতরের দিকে আর বড় গ্রহগুলো বাইরের দিকে ঘুরছে। তিনি বলেন, প্রথমবারের মতো আমরা নিশ্চিত হতে পেরেছি যে, শুধু সৌর জগতেই এতো বেশি সংখ্যক গ্রহ থাকার রেকর্ডটি আর থাকলো না। এতদিন সৌরজগতের বাইরে কোনও নক্ষত্রের আরও বেশি গ্রহ থাকতে পারে বলে যে ধারণা করা হচ্ছিল তাই সত্য প্রমাণিত হলো। হতে পারে কেপলার-৯০ গ্রহে আরও অনেক গ্রহ আছে যা আমরা এখনও জানতে পারিনি। নক্ষত্র সিস্টেমটিতে এখনও অনাবিষ্কৃত অনেক কিছু রয়েছে। আর সেখানে আরও গ্রহ না থাকলেই তা হবে বিস্ময়কর। নক্ষত্র জগৎটিতে কেপলার-৯০আই নামে গ্রহটি সবচেয়ে ছোট। এটা তার নক্ষত্রের সবচেয়ে কাছের কক্ষপথে ঘোরে। প্রতি ১৪ দিনে একবার করে কক্ষপথ প্রদক্ষিণ করে। এর ভূপৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৮০০ ডিগ্রি সেলসিয়াস। কেপলার এক্সপোপ্লানেট হান্টিং টেলিস্কোপে আসা দুর্বল সংকেতগুলো আবিষ্কার করতে গুগল টিম একটি স্নায়বিক নেটওয়ার্ক ব্যবহার করেছে। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ