Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আখ থেকে তৈরি হচ্ছে প্লাস্টিকের বোতল

| প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্লাস্টিক দূষণ আমাদের গ্রহের একটি মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই এক ফরাসি প্রযুক্তিবিদ আখ থেকে একটি প্লাস্টিকের বোতল তৈরি করেছেন, যা পুরোপুরি বায়োডিগ্রেডেবল, অর্থাৎ কালে নিজেই পচে নষ্ট হয়ে যাছ। আখ থেকে তৈরি বোতল বাজারে ছাড়া হয় বছর দেড়েক আগে। প্রধানত ফলের রসের দোকান অথবা জড়িবুটি কিংবা প্রসাধন দ্রব্যের বিক্রেতারা এই নিরামিষ বোতল ব্যবহার করে থাকেন। এই বায়োপ্লাস্টিক নাকি একবার মুক্ত প্রকৃতিতে গিয়ে পড়লে এক থেকে দু’বছরের মধ্যেই অন্তর্হিত হছ। সারা বিশ্বে প্রতি মিনিটে দশ লাখ প্লাস্টিকের বোতল কেনা হছ। এমনকি জার্মানির মতো পরিবেশ বান্ধব দেশেও ক্রমে আরো বেশি মানুষ একবার ব্যবহার করে ফেলে দেওয়ার মতো প্লাস্টিকের বোতলের দিকে ঝুঁকছেন। অথচ প্লাস্টিকের বোতল তৈরিতে বিপুল পরিমাণ জ্বালানি ও অপরাপর সম্পদ খরচ হছ। এক জার্মানিতেই প্লাস্টিকের বোতল তৈরিতে লাগে বছরে ৬৬৫,০০০ টন খনিজ তেল ও ১,১০০ কোটি কিলোওয়াট/ঘণ্টা বিদ্যুৎÑ যা থেকে বছরে সাড়ে বারো লাখ টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয় (পরিবেশ সংগঠন ডিইউএইচ-এর পরিসংখ্যান)। অধিকাংশ প্লাস্টিকের বোতলই রিসাইকল করা সম্ভব, কিন্তু অধিকাংশ দেশের তা করার মতো পর্যাপ্ত অবকাঠামো নেই। ফলে বিপুল পরিমাণ প্লাস্টিক নদী বেয়ে সমুদ্রসৈকত ও সাগরে গিয়ে পড়ছে ও প্লাস্টিক বায়োডিগ্রেডেবল নয় বলে, সেখানে জমা হচ্ছে। এমনকি সাগরের মাছের মাধ্যমে তা মানুষের খাদ্যেও প্রবেশ করছে ও স্বাস্থ্যের বিপদ ঘটাচ্ছে। এক বোতল পানি কেনার জন্য আপনি যে দাম দেন তার বেশিরভাগই কিন্তু চলে যায় প্লাস্টিকের জন্য। এছাড়া রয়েছে বোতলের গায়ে লেবেল লাগানো, পরিবহন, সংরক্ষণ ও বোতল নষ্ট করে ফেলার খরচ। ফরাসি শিল্পপতি ও প্যাকেজিং ডিজাইনার নিকোলা মুফলে বহু বছর ধরে বড় বড় কোম্পানির জন্য প্লাস্টিকের বোতল তৈরি করেছেন। এবার তিনি একটি ভেজান বা পুরোপুরি নিরামিষ বা নির্প্লাস্টিক বোতল বিকাশের কাজে মন দিয়েছেন। পেট্রোকেমিক্যাল থেকে তৈরি প্লাস্টিকের তুলনায় মুফলের কোম্পানির সৃষ্ট এই বোতল নাকি শতকরা ১০০ ভাগ বায়োডিগ্রেডেবল, বলে তাদের দাবি। একটা মুশকিল থেকে যাচ্ছে: মুফলের কোম্পানি লিসপ্যাকেজিং-এর বোতলগুলো দেখতে ঠিক প্লাস্টিকের বোতলের মতোÑ সাদা এবং স্বচ্ছÑ কাজেই গ্রাহকরা বুঝবেন কী করে যে এগুলো পরিবেশ বান্ধব এখো প্লাস্টিক থেকে তৈরি? তাই অলিভের বিচি গুঁড়িয়ে এখো প্লাস্টিকে রং ধরানোর কাজ চলেছে। ডিডবিøউ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ