Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

কুমিল্লায় ৫৩ কেজি গাঁজাসহ আটক ১

প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চান্দিনা উপজেলা সংবাদদাতা : কুমিল্লায় ৫৩ কেজি গাঁজাসহ হুমায়ুন কবির বাবুল (৫২) নামের একজনকে আটক করা হয়েছে। জেলার সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া এলাকা থেকে র‌্যাবের একটি দল তাকে আটক করে। এ ব্যাপারে গতকাল শুক্রবার সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লার র‌্যাব-১১ সিপিসি-২এর একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৫৩ কেজি গাঁজাসহ ওই উপজেলার গোয়ালগাঁও গ্রামের মৃত আবিদ আলীর ছেলে হুমায়ুন কবির বাবুলকে আটক করা হয়।
কুমিল্লার র‌্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মো. খুরশীদ আলম জানান, উদ্ধারকৃত গাঁজার মূল্য ৩ লাখ ১৮ হাজার টাকা। এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুমিল্লায় ৫৩ কেজি গাঁজাসহ আটক ১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ