বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিএনপির বিজয় দিবসের র্যালিতে হামলা চালিয়েছে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার সকালে উপজেলার দর্শনা পৌরসভার বিশ্বাস মার্কেটের কাছে বিএনপির বিজয় দিবসের র্যালিতে তারা এ হামলা চালায়।
হামলায় বিএনপি নেতা জালাল উদ্দীন (৩৫), শফিউল্লাহ (৪০), রাসেল (২৮), আলতাফ উদ্দীন (৩০), হাসমত আলী (৩২), সাইফুল (২০), জাহিদ হোসেন (২৬), আপু (২৯) ও বাদল (২২) সহ ১০ জন আহত হয়েছেন।
আর আব্দুর রহমান (৩৭) ও মিলন (২১) সহ ৩ যুবলীগ নেতা আহত হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকালে দর্শনা রেল ইয়ার্ড থেকে বিজয় দিবসে বিএনপির একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের সময় বিশ্বাস মার্কেটের কাছে পৌছায়। এসময় যুবলীগের ২০-২৫ জন নেতা-কর্মী র্যালিতে হামলা চালালে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বিএনপি নেতা জালাল উদ্দীন, শফিউল্লাহ, রাসেল, আলতাফ উদ্দীন, হাসমত আলী, সাইফুল ইসলাম ও আপু এবং যুবলীগ নেতা আব্দুর রহমান ও মিলন আহত হয়। এরপর উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
দামুড়হুদা থানার ওসি (তদন্ত) জি এম এমদাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি এখন শান্ত আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।