নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : বাবা বিখ্যাত ক্রিকেটার। ছেলেও বেছে নেন একই পথ। সেই পথ ধরে এগিয়েছেনও অনেকটা দূর। ইতোমধ্যে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে দলের হয়ে বিশ্বকাপ দলে সুযোগও পেয়েছেন সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ ওয়াহ’র ছেলে অস্টিন ওয়াহ। এছাড়া অজি বিশ্বকাপ দলে আছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডের পুত্র উইল সাদারল্যান্ডও। দলের সহ-অধিনায়ক উইল। অধিনায়কত্ব করবেন জেসন সাংহা।
সাংহার পরিচয়ও দেওয়া যাক। গেল মাসে সবচেয়ে কম বয়সী অস্ট্রেলিয়ার খেলোয়াড় হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরি করেন সাংহা। অ্যাশেজ সিরিজের আগে ইংল্যান্ডের বিপক্ষে টাউন্স ভিলে তৃতীয় প্রস্তুতিমূলক ম্যাচের তৃতীয় ইনিংসে ১৩৩ রান করেন তিনি।
আর ২০১৬ সালে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপের ফাইনালে অনবদ্য সেঞ্চুরি হাঁকান অস্টিন। চলতি বছর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দু’ম্যাচে অস্ট্রেলিয়া যুব দলের অধিনায়কত্ব করেন দেশটির কিংবদন্তী স্টিভের ছেলে। পাঁচ ম্যাচের সিরিজটি শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জিতেছিলো অজিরা।
আগামী ১৩ জানুয়ারি থেকে ৩ ফেব্রæয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।