Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব হ্রাসে জোট গড়বে যুক্তরাষ্ট্র

| প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরানের বিরুদ্ধে সংঘাতের আগুনকে উস্কে দেওয়া’র অভিযোগ তুলে মধ্যপ্রাচ্যে দেশটির প্রভাব হ্রাসে আন্তর্জাতিক জোট গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। ইরানের তৈরি অস্ত্রের অবশিষ্টাংশ দাবি করে কিছু বস্তু দেখিয়ে ওয়াশিংটন ডিসির কাছের একটি বিমান ঘাঁটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরান ও তার আঞ্চলিক প্রতিদ্ব›দ্বী সউদী আরবের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে বাগযুদ্ধের মধ্যেই হ্যালি এমন মন্তব্য করলেন। সউদী নেতৃত্বাধীন জোট হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে যা ইয়েমেনে মানবিক সংকট তৈরি করেছে। এদিকে রয়টার্সের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, একই দিন হুতি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের বিষয়টি অস্বীকার করে ইরান দাবি করেছে, হ্যালির দেখানো অস্ত্রগুলো ‘ভুয়া’। এক টুইট বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ নিকি হ্যালির পাশাপাশি জর্জ বুশের আমলে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত কলিন পাওয়েলের ছবি দেন। এরপর লিখেছেন, ‘যখন জাতিসংঘে ছিলাম তখন এই দৃশ্য দেখেছিলাম আর এখন আবার তা শুরু হয়ে গেছে।’ ইরাকের কাছে ব্যাপক বিধ্বংসী অস্ত্র আছে- কলিন পাওয়েলের এমন অভিযোগের ভিত্তিতে ২০০৩ সালে দেশটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে পরে অভিযোগটি প্রমাণিত হয়নি। গত মাসে হুতি বিদ্রোহীরা রিয়াদের বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর সউদী সরকার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর অভিযোগ আনে। আল-জাজিরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ