Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতকে ডেকে চীনের প্রতিবাদ

| প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের মতো অর্থনৈতিক ও সামরিক খাতে প্রতিদ্ব›িদ্বতা না থাকলেও অস্ট্রেলিয়ার সঙ্গে স¤প্রতি সম্পর্ক ভালো যাচ্ছে না চীনের। গত সপ্তাহে খোদ অসি প্রধানমন্ত্রী মালকম টার্নবুল-ই চীনের দিকে অভিযোগের আঙুল তুলে দাবি করেন, অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে চীন। টার্নবুলের এই অভিযোগের জবাব দিতে ৮ ডিসেম্বর বেইজিংয়ে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানায় চীন। স¤প্রতি ক্যানবেরা জানায়, অভ্যন্তরীণ রাজনীতিতে বহির্বিশ্বের প্রভাব রোধে রাজনৈতিক খাতে বিদেশি অনুদান নিষিদ্ধ করবে অস্ট্রেলিয়া। এ সময় অস্ট্রেলিয়ায় ধীরে ধীরে চীনের প্রভাব বিস্তারের দিকে নির্দেশ করা হয়। টাইমস অব ইন্ডিয়া।

আবারো উ.কোরিয়ায় জাপানের নিষেধাজ্ঞা
ইনকিলাব ডেস্ক : নতুন করে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জাপান। পিয়ংইয়ংয়ের ক্রমাগত পারমাণবিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনায় দেশটির ওপর চাপ প্রয়োগ করতেই এমন নিষেধাজ্ঞা আনা হয়েছে। জাপানের মন্ত্রীসভার প্রধান সচিব ইয়োসিহদে সুগা বলেছেন, উত্তর কোরিয়ার ১৯ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা হবে। রাশিয়া এবং চীনের দুই শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠানকেও টার্গেট করা হয়েছে। কালো তালিকাভূক্ত ব্যবসা-প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন ব্যাংক, কয়লা এবং খনিজ ব্যবসায়ী, পরিবহন সংস্থাও রয়েছে। গতকাল শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার আগেই উত্তর কোরিয়ার ব্যক্তি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আনল জাপান। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ