প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : আজ থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে এক ঘণ্টা পর্বের নতুন ধারাবাহিক নাটক ‘স্বর্ণলতা’। সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, শহিদুল আলম সাচ্চু, ইন্তেখাব দিনার, সাদিয়া জাহান প্রভা, শামীমা তুষ্টি, সাব্বির আহমেদ, মাজনুন মিজান, সুষমা সরকার, মুনিরা মিঠু, ইশরাত নিশাত, লুৎফর রহমান জর্জ, সানজিদা তন্ময়, সাদিকা স্বর্ণা, জুঁই প্রমুখ। নাটকটি প্রচার হবে মঙ্গল ও বুধবার রাত ৯টা ৫ মিনিটে। এর গল্পে দেখা যাবে রেহমাদের পরিবার বিহারী ক্যাম্প ছেড়ে পুরনো ঢাকার চকবাজারে বসবাস করতে শুরু করে। রেহমারা চার বোন দুই ভাই। বাবা মারা গেছেন বছর পাঁচেক হয়, তারপর থেকে ছোট ভাই মেজবাহর উপার্জনে ঘুরতে থাকে রেহমাদের পারিবারিক সচ্ছলতা। চকবাজারে একটি পুরনো তিনতলা বাড়ির দোতলায় নতুন ভাড়াটিয়া হিসেবে আসে রেহমাদের পরিবার। হিরমা, নাজিয়া, সাজিয়া। ওদের সবার বড় ভাই ওমর কোনো কাজ করে না। বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে নাটকটি এগিয়ে যায়। পরিবারের একটি লম্বা কৌত‚হলপূর্ণ গল্প এই ধারাবাহিক নাটকে দেখা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।