নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির জন্য এর চেয়ে বড় মঞ্চ হয়ত পেতেন না ডেভিড মালান। উইকেটরক্ষক জনি বেয়ারস্টোকেও এসময় পেয়ে গেলেন পাশে। দুইয়ে মিলে ২-০তে পিছিয়ে পড়া অ্যাসেজের তৃতীয় টেস্টে আশানুরূপ শুরু করেছে ইংল্যান্ড। পার্থে অস্ট্রেলিয়ার বোলারদের হতাশ করে প্রথম দিনে ৪ উইকেটে ৩০৫ রান তুলে ফেলেছে ইংলিশরা।
এটা হলো মাঠের খবর। পার্থ টেস্টকে ঘিরে মাঠের বাইরেও উঠেছে ঝড়। চলমান এই ম্যাচকে ঘিরে স্পট ফিক্সিং প্রচেষ্টা উদ্ঘটনের দাবি জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’। দুই জুয়াড়িকে এ কাজে লিপ্ত থাকার জন্য অভিযুক্ত করেছে পত্রিকাটি। এদের মধ্যে ভারতের ‘মি. বিগ’ রয়েছে। যারা পার্থ টেস্ট চলাকালে বিপুল অর্থের বাজি ধরেছে। এদের একজন দাবি করেছে তাদের হয়ে বর্তমান ও সাবেক আন্তর্জাতিক ক্রিকেটাররা কাজ করছে। যে কাজে রয়েছে একজন বিশ্বকাপ জয়ী অল রাউন্ডারও। পত্রিকাটির দাবী তারা অস্ট্রেলিয়ার একজন ফিক্সারকে দলভুক্ত করেছে ‘একজন নীরব ব্যক্তি’ (সাইল্যান্ট ম্যান) হিসেবে। যদিও এখনো পর্যন্ত এ কাজে জড়িত কোন ইংলিশ বা অসি খেলোয়াড়ের নাম জানা যায়নি। ইতোমধ্যে অভিযোগ আমলেও নিয়েছে আইসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ‘দ্য সান’কে ধন্যবাদ জানিয়ে তদন্তে আইসিসিকে পূর্ণ সহায়তা দেবে বলেও জানিয়েছে সিএ।
এবার চলুন মাঠে ফিরে যাওয়া যাক। ক্যারিয়ারের দেড়শতম টেস্টের প্রথম ইনিংসটা অ্যালিস্টার কুকের (৭) গেছে চরম হতাশায়। তার মাধ্যমেই দিনের পঞ্চম ওভারে ভাঙে ওপেনিং জুটি। ব্যাক্তিগত ৫৬ করে আরেক ওপেনার মার্ক স্টনম্যানও যখন মিচেল স্টার্কের শিকার হয়ে ফেরেন ইংল্যান্ডের স্কোরবোর্ডের তখন বেগাল দশা, ১৩১ রানে নেই ৪ উইকেট। বিশোর্ধো রানে ভালো শুরু করেও দাঁড়াতে পারেননি ভিন্স ও অধিনায়ক রুট। দুজনকে যথাক্রমে জস হ্যাজেলউড ও প্যাট কামিন্স।
অজিদের সুখের সময় বলতে এটুকুই। দিনের বাকিটা সময় তাদের জন্য ছিল হতাশার। অবিচ্ছিন্ন ১৭৪ রানের জুটিতে সেই হতাশা উপহার দেন মালান ও বেয়ারস্টো। ৫২ ওভার হাত ঘুরিয়েও তাদের বিচ্ছিন্ন করতে পারেননি স্টার্ক-কামিন্স-হ্যাজেলউডরা। ১৭৪ বলে ১৫টি ৪ ও ১ ছক্কায় ১১০ রানে অপরাজিত আছেন মালান, ১৪৯ বলে ১০ চারে ৭৫ রানে বেয়ারস্টো।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১ম ইনিংস : ৮৯ ওভারে ৩০৫/৪ (কুক ৭, স্টোনম্যান ৫৬, ভিন্স ২৫, রুট ২০, মালান ১১০*, বেয়ারস্টো ৭৫*; স্টার্ক ২/৭৯, হ্যাজেলউড ১/৬২, কামিন্স ১/৬০, লায়ন ০/৬১, মিচেল মার্শ ০/২৫, স্মিথ ০/৮)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।