Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সিটি রথ ছুটছেই

| প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : রেকর্ড হয়েছে আগেই। এখন কেবল সেটাকে আরো সামনে এগিয়ে নেয়ার পলা। সেই ধারাবাহীকতায় প্রিমিয়ার লিগে টানা জয়ের রেকর্ডটা পনেরোতে নিয়ে গেল ম্যানচেস্টার সিটি। পয়েন্ট তালিকার তলানির দল সোয়ানসি সিটিকে তাদেরই মাঠে ৪-০ গোলে হারিয়েছে সিটি। জোড়া গোল করেন ডেভিড সিলভা, একটি করে ডি ব্রæইন ও আগুয়েরো।
কষ্টে হলেও জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটডেও। পয়ন্ট তালিকার ১৪ নম্বর দল বোর্নমাউথকে লুকাকুর একমাত্র গোলে হারায় রেড ডেভিলরা। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে হোসে মরিনহোর দল হারলেও অবাক হওয়ার মত ছিল না। আক্রমণে এগিয়ে ছিল সফরকারীরাই। মটিচ-রাশফোর্ড-মাতারা যেখানে বোর্নমাউথের পোষ্টে শট নিয়েছে দুবার সেখানে ইউনাইটেডের গোল বরাবর ৭ বার শট নেয় বোর্নমাউথ।
একই রাতে টটেনহ্যামও টানা দুই জয়ে উঠে এসেছে শীর্ষ চারে। তবে টানা দ্বিতীয় ম্যাচে হোঁচট খেতে হয়েছে লিভারপুল ও আর্সেনালকে। পয়েন্ট তালিকাতেও আর্সেন ওয়েঙ্গারের ‘গানার’ খ্যত দলটি নেমে গেছে সাতে। পাঁচেই রয়েছে ‘অল রেড’ খ্যাত লিভারপুল। আগের রাতে জিতেছিল চেলসি। ফলে শীর্ষ তিনের পয়েন্ট ব্যবধানে কোন পরিবর্তন আসেনি। যথারীতি ১১ পয়েন্টে এগিয়ে শীর্ষেই আছে পেপ গার্দিওলার সিটি।
মজার বিষয় হলো সাতে থেকেও এখনো লিগ জয়ের আশা ছাড়েননি ওয়েঙ্গার।

একনজরে ফল
সোয়ানসি ০ : ৪ ম্যান সিটি
রিভারপুল ০ : ০ ওয়েস্ট ব্রæম
ম্যান ইউ ১ : ০ বোর্নমাউথ
টটেনহ্যাম ২ : ০ ব্রাইটন
ওয়েস্ট হ্যাম ০ : ০ আর্সেনাল



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ