মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : তথ্য পাচারের অভিযোগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের দু’জন সাংবাদিককে গ্রেফতার করেছে মিয়ানমার। তারা হলেন ওয়া লোন এবং কাইওয়া সোয়ে ও। তারা রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর সেনাবাহিনীর নৃশংস নির্যাতনের বিষয়ে রিপোর্টের জন্য কাজ করছিলেন। মিয়ানমার সরকার গত বুধবার এ খবর প্রকাশ করেছে। সাংবাদিক গ্রেফতারের এ খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বার্তা সংস্থা রয়টার্সের প্রেসিডেন্ট ও প্রধান সম্পাদক স্টিফেন জে আডলার, ইয়াঙ্গুনে যুক্তরাষ্ট্রের দূতাবাস, ইউরোপীয়ান মিশন, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা। গ্রেফতারকৃত ওই দুই সাংবাদিকের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে। তাদেরকে গ্রেফতারের বিষয়ে ফেসবুক পেজে পোস্ট দিয়েছে দেশটির তথ্য মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, ওই দুই সাংবাদিক ও দুই পুলিশ কর্মকর্তাকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্রিটিশ ঔপনিবেশিক যুগের সরকারি গোপনীয়তা বিষয়ক আইনের অধীনে অভিযোগ আনা হয়েছে। এই আইনটি ১৯২৩ সালে প্রণীত। এর অধীনে সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের কারাদÐ। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।