Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পার্লামেন্টের গুরুত্বপূর্ণ ভোটে মে’র পরাজয়

| প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : ক্ষমতাসীন রক্ষণশীল দলের ১১ এমপি’র বিদ্রোহের মুখে ব্রেক্সিট নিয়ে পার্লামেন্টের একটি গুরুত্বপূর্ণ ভোটে থেরেসা মে’র ব্রিটিশ সরকারের পরাজয় হয়েছে। পার্লামেন্টের ভোটে সরকারের এই পরাজয়কে প্রধানমন্ত্রী থেরেসা মে’র জন্য একটি ধাক্কা বলেই বিবেচনা করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা। এই ভোটের মাধ্যমে ব্রাসেলসের সঙ্গে চূড়ান্ত ব্রেক্সিট চুক্তির ওপর ভোট গ্রহণের জন্য পার্লামেন্টকে একটি আইনি বৈধতা দিলেন ব্রিটিশ এমপিরা। এর বিরোধিতা করে সরকার বলছিল, এটি করা হলে কোনো বিঘœ ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বিচ্ছিন্ন হওয়ার সুযোগ ঝুঁকিতে পড়তে পারে। কিন্তু শেষ মুহূর্তে বিদ্রোহীদের ছাড় দেয়ার একটি উদ্যোগ সত্তে¡ও বিলে একটি সংশোধনী আনার পক্ষেই বেশি ভোট পড়ে। ৩০৫ জন এমপি সরকারি প্রস্তাবের পক্ষে ভোট দিলেও বিপক্ষে ভোট দেন ৩০৯ জন। তবে ব্রিটিশ মন্ত্রীরা বলেছেন, ‘ছোট এই বিপর্যয়’ ২০১৯ সালে যুক্তরাজ্যের ইইউ ত্যাগে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। ক্ষমতাসীন রক্ষণশীল দলের যে সব এমপিরা সরকারের বিপক্ষে ভোট দিয়েছেন তাদের মধ্যে আটজন ছিলেন সাবেক মন্ত্রী। ভোটের পর তাদের মধ্যে স্টিফেন হ্যামন্ডকে রক্ষণশীল দলের ভাইস চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ‘দৃঢ় নিশ্চয়তা’ দেওয়ার পরও ব্রেক্সিট বিল নিয়ে ভোটাভুটিতে এই পরাজয়ে ‘হতাশা’ প্রকাশ করেছে ব্রিটিশ সরকার। বেক্সিট নিয়ে এটিই তাদের প্রথম পরাজয়। যুক্তরাজ্যের বিরোধী লেবার দলীয় নেতা জেরেমি করবিন বলেছেন, ইইউ সম্মেলনের আগে এই পরাজয় প্রধানমন্ত্রীর মের ‘কর্তৃত্বকে লজ্জাজনকভাবে খর্ব’ করেছে। মার্চ, ২০১৯ এর মধ্যে যুক্তরাজ্যের ইইউ থেকে বের হয়ে যাওয়ার কথা রয়েছে। এরপর দুপক্ষের মধ্যে সম্পর্ক কেমন হবে তাই নিয়ে এখন আলোচনা চলছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ