Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ এপ্রিল শিল্পকলায় শুরু হচ্ছে বৈশাখী সঙ্গীত মেলা

প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সম্মিলিত সঙ্গীত শিল্পী সোসাইটি আয়োজিত দেশীয় সঙ্গীতের বিশাল আয়োজন নিয়ে শুরু হচ্ছে ‘বৈশাখী সঙ্গীত মেলা-২০১৬’। আগামী ১০ এপ্রিল থেকে মেলার প্রথম পর্ব শুরু হবে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। ১২ এপ্রিল পর্যন্ত মেলা হওয়ার পর পাঁচ দিনের বিরতি। এরপর আবার শুরু হবে ১৮ এপ্রিল থেকে। চলবে টানা ২৪ এপ্রিল পর্যন্ত। ১০ দিনের এই সুরের মেলায় থাকবে ১০ জন গুণী শিল্পীকে সম্মাননা প্রদান। অ্যালবাম প্রকাশনা, জ্যামিং, মিউজিক ফান, গিটার, ড্রাম, কীবোর্ড এবং ভয়েস বিষয়ক ওয়ার্কশপ, সংগীতের বিভিন্ন বিষয় নিয়ে থাকবে সেমিনার, গুণী শিল্পীদের ভিডিও ডকুমেন্টারি, বাংলা গানের ইতিহাস নিয়ে টাইমলাইন বোর্ড, সেলফিবুথ, স্মার্টফোন চর্চার জোন, ফ্রি ওয়াই-ফাই জোন, ইন্টারভিউ জোন, লাইভ টিভি অনুষ্ঠান, লাইভ রেডিও ব্রড কাস্টিং, লাইভ ওয়েবস্ট্রিমিং থাকবে মেলায়। মেলা সবার জন্য উন্মুক্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে মেলায় শ্রোতাদের জন্য থাকছে লাইভ গান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ১০ এপ্রিল শিল্পকলায় শুরু হচ্ছে বৈশাখী সঙ্গীত মেলা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ