Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বছরের সেরা শব্দ নারীবাদ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় অভিধান ‘নারীবাদ’কে এবারের বর্ষসেরা শব্দ হিসেবে বাছাই করেছে। মেরিয়াম-ওয়েবস্টার নামের ওই অভিধান কর্তৃপক্ষের দাবি ২০১৭ সালে অনলাইনে সবচেয়ে বেশি যে শব্দটির অনুসন্ধান করা হচ্ছে সেটি হচ্ছে ‘নারীবাদ’। মার্কিন অভিধান প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০১৬ সালের তুলনায় চলতি বছর অনলাইনে ‘নারীবাদ’ শব্দটি সার্চের হার ৭০ শতাংশ বেড়েছে। সার্চের পরিমাণ সবচেয়ে বেশি ছিল জানুয়ারির শেষ সপ্তাহে। ওই সময় ওয়াশিংটনসহ বিশ্বব্যাপী নারী র‌্যালিকে কেন্দ্র করে শব্দটির সার্চের পরিমাণ বেড়েছিল। এর পরের মাসেই অর্থাৎ ফেব্রæয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র কেলইয়ান কনওয়ে রক্ষণশীলদের একটি সম্মেলনে বলেছিলেন, তিনি নিজেকে নারীবাদী মনে করেন না। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ