Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক নিষিদ্ধের দাবি প্রত্যাখ্যাত ইন্দোনেশিয়ায়

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ করার এক আবেদন প্রত্যাখ্যান করেছে ইন্দোনেশিয়ার আদালত। দেশটির সাংবিধানিক আদালত গতকাল বৃহস্পতিবার ওই আবেদন প্রত্যাখ্যান করে। এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আদালতের ৯ জন বিচারকের মধ্যে ৫ জন ওই আবেদন প্রত্যাখ্যান করেন। বাকি চারজন ছিলেন আবেদনের পক্ষে। ফলে মাত্র একজন বিচারকের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আদালত ওই রায় দিয়েছে। আদালতের এমন রায়কে দেখা হচ্ছে অধিকারকর্মীদের বিজয় হিসেবে। এমন সম্পর্ক নিষিদ্ধ করার আবেদন করেছিল ফ্যামিলি লাভ এলায়েন্স নামের একটি রক্ষণশীল গ্রæপ। এ গ্রæপের সঙ্গে রয়েছেন রক্ষণশীল শিক্ষাবিদ ও অধিকারকর্মীরা। তারা ব্যভিচার বিষয়ক যে সংজ্ঞা আছে তা শুধু বিবাহিত দম্পতির ক্ষেত্রে প্রয়োগ না করে সবার জন্য প্রয়োগ করার আহŸান জানায়। এর মাধ্যমে তারা বলতে চায়, বিবাহ বহির্ভূত যেকোনো যৌন সম্পর্ক কার্যত একটি অপরাধ। প্রধান বিচারপতি আরিফ হিদায়েত বলেছেন, ব্যভিচারিতা বিষয়ক বিদ্যমান যে আইন আছে তা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়। এক্ষেত্রে নতুন একটি পলিসি সৃষ্টি করার কোনো এক্তিয়ার নেই সাংবিধানিক আদালতের। আবেদনকারী তার এ সংক্রান্ত আবেদন পার্লামেন্ট বা আইন প্রণেতাদের কাছে করতে পারেন। এমন দৃষ্টিভঙ্গির প্রেক্ষিতে বলা যায়, সাংবিধানিক আদালতে এ আবেদনের কোনো আইনী ভিত্তি নেই। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ