Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৃষ্টি হচ্ছে যানজট বাড়ছে সড়ক দুর্ঘটনা

প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা

দিনাজপুরের ফুলবাড়ীতে গত ১৪ বছর থেকে নেই ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ না থাকায় যানবাহনগুলো চলাচল করছে তাদের ইচ্ছেমতো। ফলে প্রতিদিনেই সৃষ্টি হচ্ছে যানজট, ঘটছে ছোট বড় সড়ক দুর্ঘটনা। দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরের মাঝ দিয়ে দিনাজপুর টু ঢাকা মহাসড়ক। এই সড়ক দিয়ে ঠাঁকুরগাও, পঞ্চগড় এবং দিনাজপুর জেলার দূরপাল্লার যানবাহনগুলো রংপুর, বগুড়া, রাজশাহী, ঢাকা, সিলেট, চিটাগাংসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। ফলে প্রতিদিনেই এই রাস্তা দিয়ে চলাচল করে হাজার হাজার যানবাহন। শহরের এই সড়কটি প্রধান সড়ক হওয়ায়, সড়কের পাশেই রয়েছে প্রধান প্রধান শিক্ষা প্রতিষ্ঠান, ফুলবাড়ী থানা কার্যালয়, সাব-রেজিস্ট্রি অফিস কার্যালয়, পৌরসভা কার্যালয়সহ বাণিজ্যিক ব্যাংকগুলো। এ কারণে একই রাস্তা দিয়ে যাতায়াত করে ফুলবাড়ীর বিভিন্ন শ্রেণি-পেশার জনসাধারণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। দূরপাল্লার যানবাহন ও পথচারীরা একই রাস্তায় চলাচল করায় সর্বদাই এই রাস্তাটিতে যানজটের সৃষ্টি হয় এবং প্রতিদিনই ঘটে ছোট বড় সড়ক দুর্ঘটনা। এক সময় এই রাস্তাটির ঢাকা মোড়, নিমতলা মোড় ও ছোট যমুনা ব্রিজের পশ্চিম পাশে কলেজ মোড় এ ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করলেও গত ১৪ বছর থেকে সেই ট্রাফিক পুলিশগুলোকে প্রত্যাহার করা হয়েছে। ফলে ট্রাফিক পুলিশ না থাকায় চলাচলরত যানবাহনগুলো তাদের ইচ্ছেমতো চলাচল করায় যানজট ও সড়ক দুর্ঘটনার মত মর্মান্তিক ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জানা গেছে, ২০০৩ সালে ক্লিনহাট অপারেশনের সময় ট্রাফিক পুলিশের স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে ফুলবাড়ী থেকে ট্রাফিক পুলিশ প্রত্যাহার করা হয়। এর পর ১৪ বছর কেটে গেলেও এখন পর্যন্ত সেখানে ট্রাফিক পুলিশ দেয়া হয়নি। ফুলবাড়ী থানার ওসি মোকছেদ আলী জানায়, পৌরশহরের মধ্যে ট্রাফিক পুলিশ না থাকায় ফুলবাড়ী থানার ৩ সদস্যের একটি দল সর্বদায় সড়কে দায়িত্বরত রয়েছে। কিন্তু মাত্র ৩ জন লোকের পক্ষে সব জায়গায় দায়িত্ব পালন করা সম্ভব হয় না। যার ফলে যানজট সর্বদাই লেগে থাকে। পৌর মেয়র মুর্তুজা সরকার মানিক বলেন, শহরে ট্রাফিক পুলিশ না থাকায় যানজট ও সড়ক দুর্ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি আনুমানিক সংখ্যা উপস্থাপন করে বলেন, প্রায় শতাধিক মানুষ প্রতি বছরেই এই সড়কে দুর্ঘটনার শিকার হয়। এর মধ্যে অনেকেই প্রাণ হারালেও বাকিরা পঙ্গুত্ব বরণ করে দুঃসহ জীবনযাপন করে। তাই ফুলবাড়ী পৌরবাসীকে সড়ক দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে ট্রাফিক পুলিশ একান্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এ জন্য তিনি শহরে ট্রাফিক পুলিশ দিতে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। একই কথা বলেন, ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশীদ আলম মতি। তিনি বলেন, এই রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার শিক্ষক, শিক্ষার্থী যাতায়াত করে। এ কারণেই অভিভাবকেরা তাদের ছেলে-মেয়েদের নিয়ে আতঙ্কে থাকেন দুর্ঘটনার ভয়ে। তাই তিনি যানবাহনগুলোর সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করতে ট্রাফিক পুলিশ দেয়ার দাবি জানান। একই দাবি জানান, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সৃষ্টি হচ্ছে যানজট বাড়ছে সড়ক দুর্ঘটনা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ