নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রথমবারের মত দেশে বসছে বাংলাদেশ যুব গেমস। গত ২৯ অক্টোবর লোগো উন্মোচনের মধ্য দিয়ে এই গেমসের বার্তা জানায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ( বিওএ)। গেমসের ২১টি ডিসিপ্লিনে অনুর্ধ্ব-১৭ বছরের ২৩ হাজার ২১০ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। ক্রীড়াবিদ,প্রশিক্ষক এবং ক্রীড়া সংগঠক মিলে দেশের সর্ববৃহৎ এই ক্রীড়া আসরে থাকছেন ৪৮ হাজার ১১৮ জন। সকল জেলা, উপজেলা ও বিভাগের অংশগ্রহনে এ আসরের আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যে শেষ করেছে যুব গেমস সাংগঠনিক কমিটি। এই গেমসের ব্যাপকতায় দেশের ২০জন খ্যাতনামা ক্রীড়াবিদকে শুভেচ্ছা দূত হিসেবে রাখা হয়েছে। আগামী রোববার দেশের ৬৪টি জেলায় মশাল র্যালীর মাধ্যমে যুব গেমসের উত্তাপ ছড়াবে বিওএ। প্রতিটি ভেন্যুতে মশাল প্রজ্বললের মাধ্যমে পরের দিন অর্থাৎ সোমবার ৬৪টি জেলায় এক সঙ্গে পর্দা উঠবে বাংলাদেশ যুব গেমসের। গত মঙ্গলবার কুর্মিটোলা গলফ ক্লাব মিলনায়তনে যুব গেমসের সাংগঠনিক কমিটি এবং বিভিন্ন উপ-কমিটিকে নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সেরা আয়োজনের প্রতিশ্রæতি দেন সাংগঠনিক কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক কমিটির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী, বিওএ সভাপতি এবং সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, ভাইস চেয়ারম্যান ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, সাংগঠনিক কমিটির কো-ভাইস চেয়ারম্যান এবং বিওএ সহ-সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, বাদল রায়, শেখ বশির আহমেদ, নাজিম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক কমিটির সচিব এবং বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, সহকারী সাংগঠনিক সচিব ও বিওএ উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, আসাদুজ্জামান কোহিনুর, নজীব আহমেদ, সমন্বয়কারী সচিব ও বিওএ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুদ্দিন হায়দার (অব:), প্রধান সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল মাঈনউল্লাহ চৌধুরী সহ বিওএ’র কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।