Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টি-১০ ক্রিকেটের অভিষেক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

২০০৩ সালের এক গ্রীস্মে স্থানীয় দল হ্যাম্পশায়্যার ও সাসেক্স ২০ ওভারের ম্যাচ আয়োজন করে। পরবর্তিতে যা ইতিহাসের প্রথম টি-২০ ম্যাচের স্বীকৃতি লাভ করে নেয়। সেদিন নিশ্চয় তারা ভাবেনি তাদের আবিষ্কৃত ২০ ওভারের ক্রিকেটই একসময় বিশ্ব মাতাবে।
বিনোদনকে হাতিয়ার বানিয়ে এবার ক্রিকেটকে আরো সংক্ষিপ্ত হতে যাচ্ছে। এবার মাঠে গড়াতে যাচ্ছে ১০ ওভারের ম্যাচ। যার নাম দেওয়া হয়েছে টি-টেন ক্রিকেট। সংযুক্ত আর আমিরাতের শারজায় আজই অভিষেক হতে যাচ্ছে নয়া ও ছোট ক্রিকেটীয় ভার্সনটির। চলবে চারদিনব্যাপি। ছয় দলের অংশগ্রহনে অনুষ্ঠিত এই নতুন ফরম্যাটের প্রতিযোগিতা শেষ আগামী ১৭ ডিসেম্বর।
ছোট এই ভার্সনে অংশ নেবেন বিশ্বের বর্তমান ও সাবেক ক্রিকেট তারকা খেলোয়াড়রা। ভারতের বীরেন্দ্র শেবাগ, ইংল্যান্ডের ইয়োইন মরগান, পাকিস্তানের শহিদ আফ্রিদির সাথে থাকছেন বাংলাদেশের সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমানও।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব খেলবেন কেরালা কিংসে। ঐ দলের কোচের দায়িত্ব পালন করবেন কিংবদন্তি খেলোয়াড় ব্রায়ান লারা। বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার তামিম ইকবালকে কিনেছে পাখতুনস। এছাড়া বেঙ্গল টাইগার্স দল ভিড়িয়েছে মুস্তাফিজকে।
টি-টেনের প্রথম আসরের দলগুলো হচ্ছে কেরালা কিংস, পাঞ্জাবি লিজেন্ডস, বেঙ্গল টাইগার্স, টিম শ্রীলঙ্কা ক্রিকেট, মারাঠা অ্যারাবিয়ান্স এবং পাখতুনস। প্রায় ১শ খেলোয়াড়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই ক্রিকেট টুর্নামেন্ট। প্রতিটি দল ১০ ওভার করে ব্যাটিং করার সুযোগ পাবে।
ভারতের ব্যবসায়ী শাজি উল মুল্ক এই ফরম্যাটের উদ্যোক্তা।
টেস্ট ও ওয়ানডের পর ২০০৫ সালে প্রথম টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হয়। এরপর বিশ্বের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে টি-২০ ক্রিকেট। যা এখন সর্বত্র অধিকতর জনপ্রিয়। সেই ধারাবাহীকতায় টি-টেন ক্রিকেটও পথচলা শুরুর পর দ্রæত জনপ্রিয় হলে অবাক হওয়ার কিছুই থাকবে না।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ