Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিষিদ্ধ কার্ডোনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বর্ণবাদী আচরণের অভিযোগে কলম্বিয়ার আন্তর্জাতিক ফুটবলার এডউইন কার্ডোনাকে ৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গত মাসে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশগ্রহণের সময় এই বর্ণবাদী আচরণের ঘটনাটি ঘটান তিনি।
রাশিয়া বিশ্বকাপের আগে একটি মাত্র প্রীতি ম্যাচের সূচি রয়েছে কলম্বিয়ার। সেটি অনুষ্ঠিত হবে আগামী মার্চে ফ্রান্সের বিপক্ষে। তার মানে, বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হওয়ার পথে বোকা জুনিয়র্স মিডফিল্ডারের। আগামী ১৯ জুন রাশিয়া বিশ্বকাপে এইচ গ্রæপ থেকে জাপানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে খেলতে হলে এর আগেই ৫টি ম্যচ খেলতে হবে কলম্বিয়াকে।
সুওয়ান ওয়ার্ল্ডকাপ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয়ার্ধে একটি ছোটখাট ধাক্কা খাওয়ার ঘটনার সময় তিনি আপত্তিকর অঙ্গভঙ্গি করেছিলেন যা টিভি ক্যামেরায় ধরা পড়ে। এ ঘটনায় নিষিদ্ধাদেশের পাশাপাশি কার্ডোনোকে ২০ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানাও করা হয়েছে।
গত ১০ নভেম্বর অনুষ্ঠিত ওই ম্যাচের পর দক্ষিণ কোরিয়ার অধিনায়ক ও সোয়ানসি সিটির মিডফিল্ডার কি সুং ইয়ং কার্ডোনার ওই অঙ্গভঙ্গির সমালোচনা করে বলেন, ‘বর্ণবাদী আচরণ কোনভাবেই গ্রহণযোগ্য নয়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ