মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর থেকে দেশটিতে দুর্নীতি বেড়ে গেছে বলে মনে করেন বেশির ভাগ মার্কিন নাগরিক। গত মঙ্গলবার প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) এক জরিপ প্রতিবেদনে এমন তথ্যই বেরিয়ে এসেছে। দুর্নীতি নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা টিআইয়ের জরিপে অংশকারীদের প্রতি ১০ জনের মধ্যে প্রায় ছয়জনই বিশ্বাস করেন, গত ১২ মাসে দেশে দুর্নীতি বেড়েছে। এ মতামত প্রদানকারীর সংখ্যা ২০১৬ সালের জানুয়ারির তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ বেশি। সা¤প্রতিক জরিপে দেখা গেছে, ৪৪ শতাংশ মার্কিন নাগরিক জানিয়েছেন, হোয়াইট হাউজে সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে। এখানে এক বছরে দুর্নীতি দশমিক ৮ শতাংশ বেড়ে গেছে। সরকারের বিরুদ্ধে বারবার দুর্নীতির অভিযোগ ওঠায় এদিক থেকে কংগ্রেসকেও ছাড়িয়েছে হোয়াইট হাউজ। টিআইয়ের যুক্তরাষ্ট্র প্রতিনিধি জো রেইটার এক বিবৃতিতে বলেন, ‘আমাদের নির্বাচিত প্রতিনিধিরা ওয়াশিংটনকে সাধারণ মানুষের সেবা সক্ষমতার আস্থাভাজন হিসেবে গড়ে তুলতে ব্যর্থ হয়েছেন। এর পরিবর্তে করপোরেট স্বার্থের প্রতিনিধিত্ব করছেন তারা।’ এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।