Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলাবামায় ২৫ বছরে প্রথম জয় পেয়েছে ডেমোক্র্যাটরা

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মার্কিন সিনেটের আলবামা আসনে ২৫ বছরের মধ্যে এই প্রথম কোনো ডেমোক্রেট প্রার্থী জয়ী হলেন। ডুগ জোন্স তার রিপাবলিকান প্রতিদ্ব›দ্বী রয় মুরের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ী হয়েছেন। তার অপ্রত্যাশিত এই বিজয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বিরাট ধাক্কা। প্রেসিডেন্ট ট্রাম্প মুরকে সমর্থন দিয়েছিলেন। এ পরাজয়ের ফলে সিনেটে উভয় দলের মধ্যে আসনের পার্থক্য আরো কমে গেল। সিনেটে এখন রিপাবলিকানরা ৫১টি ও ডেমোক্রেটরা ৪৯টি আসন দখল করে আছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে ডুগের এই বিজয়ে অভিনন্দন জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘ডুগ জোন্সকে এই বিজয়ে অভিনন্দন। ট্রাম্প আরো বলেন, ‘বিজয় বিজয়ই। আলাবামার জনগণ খুবই ভাল এবং খুব অল্প সময়ের মধ্যেই এই আসনে রিপাবলিকানরা ঘুরে দাঁড়াবে। এটাই শেষ নয়!’ ট্রাম্পের পরমাণু হামলা চালানোর এখতিয়ার নিয়ে প্রশ্ন মার্কিন সিনেটে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের পরমাণু অস্ত্র ব্যবহারের একক ক্ষমতা কতটা নিরঙ্কুশ থাকা উচিত এনিয়ে শুনানি হয়েছে কংগ্রেসের একটি সিনেট কমিটিতে। বিবিসি, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ