মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উন তার দেশের পারমাণবিক শক্তি জোরদারের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। গতকাল বুধবার কেসিএনএ জানায়, উত্তর কোরিয়ার সামরিক অস্ত্র শিল্পখাতের অষ্টম সম্মেলনে ভাষণ দেয়ার সময় তিনি এ নির্দেশনা দেন। মঙ্গলবার দু’দিনব্যাপী এ সম্মেলন শেষ হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, কিম আশা প্রকাশ করে বলেন যে, জাতীয় প্রতিরক্ষা শিল্পের বিজ্ঞানী ও সামরিক অস্ত্র শিল্প খাতের কর্মীরা গুণগত মান ও সংখ্যার দিক থেকে পারমাণবিক শক্তিকে জোরদার করবে। পারমাণবিক শক্তির দিক থেকে উত্তর কোরিয়াকে সর্বোচ্চ অবস্থানে নিয়ে যাওয়াই হচ্ছে দেশটির কৌশলগত নতুন অবস্থান। অপর এক খবরে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পূর্বের অবস্থান থেকে সরে এসে জানিয়েছেন, তারা উত্তর কোরিয়ার সঙ্গে কোন ধরনের শর্তারোপ ছাড়াই ‘যেকোনও সময়’ আলোচনা করতে প্রস্তুত আছে। গতকাল বুধবার বিবিসি জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এ মন্তব্য করেছেন। এর আগে দেশটির পক্ষ থেকে বলা হয়েছিল, উত্তর কোরিয়া পরমাণু পরীক্ষা বন্ধ না করা পর্যন্ত কোনও আলোচনা করবে না যুক্তরাষ্ট্র। তাদের সেই কঠোর অবস্থান থেকে সরে এসে এখন টিলারসন বলছেন, যদি আপনারা চান তাহলে আমরা বসতে পারি। অন্যদিকে কিছু দিন আগে উত্তর কোরিয়া সফর করে আসা জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেফরি ফেল্টম্যানও বলেন, উত্তর কোরিয়াও চায় যুদ্ধ এড়িয়ে চলতে। উ. কোরিয়া জাতিসংঘ আরোপিত পরমাণু ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। সিনহুয়া, কেসিএনএ,বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।