Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিস্তিনের সর্বস্তরের জনতা ইন্তিফাদায় যোগ দিচ্ছে

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসাবে ঘোষণার úর মুসলিম ও আরব বিশ্বে ক্ষোভের আগুন ছড়িয়ে দিয়েছে এবং সেইসঙ্গে তার এই ঘোষণায় মুসলিম ও আরব বিশ্বের বাইরের অনেকেই শঙ্কিত হয়ে পড়েছেন যে, শেষ পর্যন্ত তার এই পদক্ষেপ ইতোমধ্যেই ভঙ্গুর ‘শান্তি প্রক্রিয়া’কে চূড়ান্তভাবে ধ্বংস করবে। তার এই ঘোষণার পর থেকেই ওয়েস্ট ব্যাংক, গাজা ও পূর্ব জেরুজালেমের রাস্তায় শত শত ফিলিস্তিনি বিক্ষোভকারী ইন্তিফাদায় যোগ দিয়ে ইসরাইলি সৈন্যদের প্রতিরোধ করছেন। আর ইহুদি সৈন্যরা কাঁদানে গ্যাস ও রাবার বুলেট দিয়ে এর জবাব দিচ্ছে। ক্রোধের এই বিস্ফোরণ আরো টেকসই প্রতিরোধে পরিণত হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। যদিও আঞ্চলিক রাজনৈতিক নেতৃবৃন্দ ট্রাম্পের এই পদক্ষেপকে প্রত্যাখ্যান করেছে। স্থানীয় কর্মীরা এতো রাজনৈতিক বিভ্রান্তির মধ্যেও একটি সুসংহত প্রতিক্রিয়া তৈরির জন্য সংগ্রাম করছে। বিভিন্নভাবে, এই সপ্তাহের ঘটনাগুলো ৩০ বছর আগে ঘটে যাওয়া দখলকৃত অঞ্চলগুলোতে প্রতিরোধের আরেকটি মুহূর্তের প্রতিধ্বনি করছে। দ্য নেশন।



 

Show all comments
  • Mamun Hossain ১৪ ডিসেম্বর, ২০১৭, ৪:৪৫ এএম says : 0
    আজ হোজ কাল হোক ফিলিস্তান স্বাধীন রাষ্ট্র অবশ্যই হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ