মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের রাজধানী বেইজিংয়ের দক্ষিণাংশের একটি আবাসিক এলাকার এক বাড়িতে লাগা আগুনে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। গতকাল বুধবার বেইজিংয়ের অভিবাসী অধ্যুষিত এলাকা বাকিয়াংজিতে এ ঘটনা ঘটেছে এবং এতে আরো আটজন আহত হয়েছেন। দুটি ইলেকট্রিক বাইক থেকে আগুনের সূত্রপাত হয় বলে ঘটনাস্থল থেকে কিউ নামের এক দমকলকর্মী রয়টার্সকে জানিয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সরকারি বিবৃতিতে বলা হয়েছে। পুলিশ বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে; তিনি বাড়িটি ভাড়া দিয়েছিলেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা। বাড়িটির পরিচয় প্রকাশে অনিচ্ছুক ত্রিশোর্ধ এক বাসিন্দা রয়টার্সকে জানিয়েছেন, রাত ১টার একটু আগে আগুন লাগে, তখন তিনি ওই ভবনেই ছিলেন। তিনি জানান, তারা যখন দেখেন তখন যে ঘরটিতে ইলেকট্রিক বাইকগুলো চার্জে দেওয়া ছিল সেটি পুরোপুরি আগুনের দখলে চলে গিয়েছিল। ওই ঘরটি থেকে দগ্ধ লোকজনকে বের করতে সাহায্য করেছেন বলেও জানিয়েছেন তিনি। রয়টার্স, সিনহুয়া
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।