মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুদ্ধপীড়িত ইয়েমেনে অস্থায়ীভাবে দূতাবাস বন্ধ করে দিয়েছে রাশিয়া। রাজধানী সানার বর্তমান ও গত কয়েক সপ্তাহের পরিস্থিতি বিবেচনা করে মস্কো এ সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গত মঙ্গলবার দূতাবাস বন্ধের ঘোষণা দেন। তিনি জানান, দূতাবাসের সমস্ত কর্মচারি ও কর্মকর্তা এরইমধ্যে ইয়েমেন থেকে দেশে ফিরে গেছেন। তিনি জানান, ইয়েমেনে নিযুক্ত রাষ্ট্রদূত এবং কয়েকজন কূটনৈতিক কর্মকর্তা সউদী আরবের রাজধানী রিয়াদ থেকে তাদের কর্মতৎপরতা চালাবেন। জাখারোভা আশা করেন, ইয়েমেনে সংঘাতে লিপ্ত দুই পক্ষের দ্ব›দ্ব নিরসনের জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ শক্তিগুলো তাদের প্রভাব কাজে লাগাবে যাতে রাজনৈতিক উপায়ে সমস্যার সমাধান করা যায়। আরটি, তাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।