নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সদ্য শেষ হওয়া বিপিএলের একটা সময়ে লিগ পর্বেরই অনেকে বিদায় দেখছিলেন রংপুর রাইডার্সের। অন্যের কথা না হয় বাদই দিলাম, স্বয়ং রংপুর অধিনায়ক মাশরাফিও কি ভেবেছিলেন এবারের আসরের ফাইনালে খেলবে তার দল। কুমিল্লার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর নিজেকে ফাইনালে দেখে অবাক হয়েছিলেন মাশরাফি নিজেও। কিন্তু প্রশ্ন হলো, আসলেই কি মাশরাফির কাছে এটা অবাক হওয়ার মত কিছু ছিল? চলুন তাহলে, একটু পিছনে ফিরে যাওয়া যাক।
২০১২ সালে মাঠে গড়ায় বিপিএলের প্রথম আসর। সেবার অংশ নেয় ছয়টি দল। সেমিফাইনালে খুলনাকে হারিয়ে ঢাকা গøাডিয়েটর্স ও রাজশাহীকে হারিয়ে ফাইনালে উঠে আসে বরিশাল বার্নার্স। ২ উইকেটের জয়ে বিপিএলের ইতিহাসে প্রথম শিরোপা জিতে নেয় ঢাকা গøাডিয়েটর্স। যার নেতৃত্বে ছিলেন মাশরাফি বিন মুর্তজা।
প্রথম আসরের ধারাবাহিকতায় বিপিএলের দ্বিতীয় আসরেও চিটাগং কিংসকে হারিয়ে শিরোপা ঘরে তোলে মাশরাফির ঢাকা। ব্যাপক দর্শকজনপ্রিয়তা পেলেও নানান জটিলতার মুখে পরের বছর অর্ধাৎ ২০১৪ সালে আর মাঠে গড়ায়নি বিপিএল। ডাকা গøাডিয়েটর্স নামের ফ্রাঞ্চাইজিও বিলুপ্ত হয়ে যায়। পরের বছর নতুন আঙ্গিকে মাঠে নামে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এই ক্রিড়া আসর। ফ্রাঞ্জাইজি পরিবর্তনের সাথে রাজধানীর দল ঢাকা ডানামাইটস নামে আত্মপ্রকাশ করে। ওদিকে নতুন দল হিসেবে বিপিএলে আসে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রাজধানীর দল হিসেবে সেবার আর শিরোপা ধরে রাখতে পারেনি ঢাকা। আনকোরা এক দল নিয়ে প্রথমবারের মত শিরোপা উঁচিয়ে ধরে কুমিল্লা। অবাক করা বিষয় হলো সেই আনকোরা দলটির নেতৃত্বে ছিলেন মাশরাফি। অর্থাৎ বিপিএলের প্রথম তিন আসরে দল ভিন্ন হলেও তিনবারই বিজয়ী দলের দলপতির নাম একইÑ মাশরাফি বিন মর্তুজা।
চতুর্থ আসরে তেমন কিছু করতে পারেনি মাশরাফির দল। মাশরাফিকে দর্শক করে গেলবছরের সেই আসরে শিরোপা ওঠে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের হাতে।
এবার অবশ্য কুমিল্লায় ছিলেন না ম্যাশ। নেতৃত্ব দিয়েছেন রংপুর রাইডার্সকে। ক্রিকেট পাগল ম্যাশ শুধু দল পরিচালনাই করেননি। বল হাতে নিয়মিত পালন করেছেন তার দায়ীত্ব। প্রয়োজনে ব্যাট হাতেও রেখেছেন ভুমিকা। যার ফলশ্রæতিতে এবারের পঞ্চম আসরেও ট্রফি উঁচিয়ে ধরার গৌরব অর্জন করেন বাংলাদেশ ক্রিকেটের এই মহানায়ক।
এই যখন মাশরাফির বিপিএল রেকর্ড তখন সদ্য শেষ হওয়া আসরে ফাইনালে পৌঁছে তার অবাক হওয়া দেখে নিশ্চয় অবাক হয়েছিলেন দেশের লক্ষ কোটি ক্রিকেট রোমান্টিকরা। তার হাতেই যে রয়েছে বিপিএলের জাদুর কাঁঠি। যে জাদুর কাঠির ছোঁয়ায় লিগ পর্ব থেকে বিদায় নিতে যাওয়া দলটির হাতেই উঠল কাঙ্খিত সেই চ্যাম্পিয়ন শিরোপা।
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে বিপিএল টিকে থাকলে মাশরাফির পর একসময় হয়ত সফল অধিনায়কের দেখা মিলবে আরো। কিন্তু
যেসব প্রথমের সঙ্গে নিজের নামটা খোঁদায় করে রেখেছেন মাশরাফি তা অমোচনীয় হয়েই জ্বলজ্বল করবে ততদিন, যতদিন টিকে রইবে বাংলাদেশের ক্রিকেট।
বিপিএলে শীর্ষ ৫
ব্যাটসম্যান
ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
ক্রিস গেইল (রংপুর) ১১ ১১ ৪৮৫ ১৪৬* ৫৩.৮৮ ২/২
ইভিন লুইস (ঢাকা) ১২ ১২ ৩৯৬ ৭৫ ৩৬.০০ ০/৩
রবি বোপারা (রংপুর) ১৫ ১৩ ৩৬৫ ৫৯ ৪০.৫৫ ০/২
তামিম ইকবাল (কুমিল্লা) ১০ ১০ ৩৩২ ৬৪* ৩৬.৮৮ ০/২
মোহাম্মাদ মিথুন (রংপুর) ১৫ ১৩ ৩২৯ ৫০* ২৯.৯০ ০/১
বোলার
ম্যাচ ওভার উইকেট সেরা গড় ইকো.
সাকিব আল হাসান (ঢাকা) ১৩ ৪৩.৫ ২২ ৫/১৬ ১২.৩৬ ৬.২০
আবু জায়েদ (খুলনা) ১২ ৪১.০ ১৮ ৪/৩৫ ২০.৩৮ ৮.৯৫
হাসান আলী (কুমিল্লা) ৯ ৩৪.৫ ১৬ ৫/২০ ১৫.৩১ ৭.০৩
মোহা. সাইফউদ্দিন (কুমিল্লা) ১৩ ৪৪.০ ১৬ ৩/২২ ২১.৪৩ ৭.৭৯
শহিদ আফ্রিদি (ঢাকা) ৮ ৩০.০ ১৫ ৪/১২ ১৪.০০ ৭.০০
ছক্কা ও চার
ম্যাচ ইনিংস ৬ ৪
ক্রিস গেইল (রংপুর) ১১ ১১ ৪৭ ২৯
ইভিন লুইস (ঢাকা) ১২ ১২ ২৭ ৩৭
লুক রনকি (চট্টগ্রাম) ১১ ১১ ২১ ৩৩
বেন্ডন ম্যাককালাম (রংপুর) ১২ ১২ ২১ ১৯
কাইরন পোলার্ড (ঢাকা) ১২ ১০ ১৯ ১৩
বিপিএল রোল অব অনার
মৌসুম চ্যাম্পিয়ন রানার্স-আপ
২০১২ ঢাকা গøাডিয়েটর্স বরিশাল বার্নার্স
২০১২-১৩ ঢাকা গøাডিয়ের্ট চিটাগং কিংস
২০১৫-১৬ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বরিশাল বার্নার্স
২০১৬-১৭ ঢাকা ডায়নামাইটস রাজশাহী কিংস
২০১৭-১৮ রংপুর রাইডার্স ঢাকা ডায়নামাইটস
সর্বোচ্চ দলীয় সংগ্রহ
খুলনা টাইটান্স : ২১৩/৫
(রাজশাহী কিংসের বিপক্ষে)
সর্বোচ্চ রানে জয়
ঢাকা ডায়নামাইটস : ৯৯ রানে
(রাজশাহী কিংসের বিপক্ষে)
ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ
ক্রিস গেইল (রংপুর) : ১৪৬*
(৫টি চার, ১৮টি ছক্কা)
(ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ফাইনালে)
ইনিংস সেরা বোলিং
সাকিব আল হাসান (ঢাকা) : ৫/১৬
(রংপুর রাইডার্সের বিপক্ষে)
সর্বোচ্চ ক্যাচ
মাহমুদউল্লাহ রিয়াদ (খুলনা) : ১৩টি
সর্বোচ্চ জুটি
ক্রিস গেইল-ব্রান্ডন ম্যাককালাম (রংপুর) : ২০১* (রংপুর রাইডার্সের বিপক্ষে ফাইনালে)
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।