Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফ্রিকার বর্ষসেরা সালাহ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রোমার পর লিভারপুলের হয়ে দারুণ মৌসুম কাটাচ্ছেন মোহাম্মেদ সালাহ। জাতীয় দল মিশরকেও নিয়েছেন রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। এবার তার স্বীকৃতিটাও পেয়ে গেলেন তরুণ ফরোয়ার্ড। বিবিসি আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেছেন এই মিশরীয় তারকা।
২৫ বছর বয়সী এই তারকার একক কৃতিত্বে মিশর আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জণ করেছিল। এছাড়া ১৯৯০ সালের পর প্রথমবারের মতো মিসরকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নিয়ে যাবার পুরো কৃতিত্বই দেয়া হচ্ছে সালাহকে। লিভারপুলের হয়ে ১৩ গোল করে ইতোমধ্যেই প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তালিকার শীর্ষে রয়েছেন। লন্ডনে যাওয়ার আগে ২০১৭ সালে সিরি-আ ক্লাব রোমার হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে করেন ১০টি গোল।
দারুণ এই স্বীকৃতি পাওয়ার পর বিবিসি স্পোর্টসকে সালাহ বলেন, ‘এই পুরস্কার অর্জন করতে পেরে আমি দারুন খুশী। কিছু অর্জন করার অনুভূতিই অন্যরকম। আমার মনে হচ্ছে দারুন একটি বছর কাটিয়েছি, এ কারনেই অনুভূতিটা সত্যিই আনন্দের।’
তৃতীয় মিসরীয় খেলোয়াড় হিসেবে সালাহ এই পুরস্কার অর্জন করলেন। ২০০৮ সালে সর্বশেষ মোহাম্মদ আবুত্রিকা মিশরের হয়ে বর্ষসেরা খেলোয়াড়ের খেতার জিতেছিলেন। এই পুরস্কার হয়ে সালাহ পিছনে ফেলেছেন বরুসিয়া ডর্টমুন্ডের গ্যাবনীজ তারকা স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াং, গিনির নেবি কেইটা, লিভারপুলের সেনেগাল সতীর্থ সাদিও মানে ও চেলসির নাইজেরিয়ান উইঙ্গার ভিক্টর মোসেসকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ