Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাগ্য বদলায়নি উইন্ডিজের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

হ্যামিল্টনের সিডন পার্কে দ্বিতীয় টেস্টও চতুর্থ দিনে এসে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। টপঅর্ডার ধ্বসিয়ে দেন ট্রেন্ট বোল্ড ও টিম সাউদি, মিডল অর্ডার নেইল ওয়াগনার। আর লেজ গুটিয়ে দলের জয় নিশ্চিত করেন মিচেল স্যান্টনার। তার মানে, ২৪০ রানের জয়ের সাথে সিরিজটাও ২-০তে জিতে নিলো স্বাগতিক নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের জয় অনুমিতই ছিল। তৃতীয় দিন শেষে সেটা ছিল আরো স্পষ্ট। দেখার ছিল ক্যারিবীয়রা কতক্ষন লড়াই করতে পারে। ২ উইকেটে ৩০ রান নিয়ে দিন শুরু করে তারা গুটিয়ে গেল চা বিরতির আগেই, ২০৩ রানে। ৮০ রানে ৫ উইকটের হারানো সফরকারীরা দুইশ পেরুতে পারে রস্টন চেইসের ৬৪ রানের কল্যাণে। ষষ্ঠ উইকেটে অভিষিক্ত রেইমন রেইফারের (২৯) সঙ্গে ৭৮ রানের জুটি গড়েন চেইস। পুরো ইনিংসে ত্রিশোর্ধো রান আর কেবল কেমার রোচের (৩২)।
অর্থাৎ নিউজিল্যান্ডের মাটিতে ২২ বছরের জয়ক্ষরা এবারো কাটানো হলো না উইন্ডিজের। জয়ের একটা আবহ তৈরী করতে পেরেছিল কেবল প্রথম দিনে। এরপর যখন বø্যাক ক্যাপ বাহিনী প্রথম ইনিংসে ১৫২ রানের লিড নেয় তখনই কার্লোস ব্র্যাথওয়েটের দলের পরাজয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। যার ফলশ্রæতিতে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর এবারো তাদের হারতে হলো বড় ব্যবধানে।
সেই সাথে আবারো জরিমানার কবলে পড়তে হয়েছে উইন্ডিজ দলকে। নির্ধারিত সময়ের চেয়ে ২ ওভার সময় বেশি নেয়ায় দলের প্রত্যেক খেলোয়াড়কে ২০ শতাংশ ও অধিনায়ক ব্র্যাথওয়েটকে ৪০ শতাংশ হারে জরিমানা করা হয়েছে। প্রথম টেস্টেও নির্ধারিত সময়ে ৩ ওভার কম করায় দলের প্রত্যেক খেলোয়াড়কে ৩০ শতাংশ ও অধিনায়ক জেসন হোল্ডারকে ৬০ শতাংশ জরিমানা এবং একই সঙ্গে এক ম্যাচ নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয় হোল্ডারকে।
স ং ক্ষি প্ত স্কো র
নিউজিল্যান্ড : ৩৭৩ ও ২৯১/৮ ডি.
ওয়েস্ট ইন্ডিজ : ২২১ ও (লক্ষ্য ৪৪৪) ৬৩.৫ ওভারে ২০৩ (আগের দিন ৩০/২) (ব্র্যাথওয়েট ২০, পাওয়েল ০, হেটমায়ার ১৫, শাই হোপ ২৩, চেইস ৬৪, আমব্রিস ৫, ডাওরিচ ০, রেইফার ২৯, রোচ ৩২, কামিন্স ৯, গ্যাব্রিয়েল ০*; সাউদি ২/৭১, বোল্ট ২/৫২, ওয়েগনার ৩/৪২, ডি গ্র্যান্ডহোম ০/২০, স্যান্টনার ২/১৩)। ফল : নিউজিল্যান্ড ২৪০ রানে জয়ী।
ম্যাচ সেরা : রস টেইলর (নিউজিল্যান্ড)।
সিরিজ : ২ ম্যাচের সিরিজ নিউজিল্যান্ড ২-০তে জয়ী



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ