Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রোর পাশে টেইলরও

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 হ্যামিল্টনে তৃতীয় দিনের নায়ক রস টেইলর। দুর্দান্ত এক রেকর্ডস্পর্শী শতক হাঁকিয়েছেন নিউজিল্যান্ড ব্যাটসম্যান। যার দরুণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে বড় লিড পায় কিউইরা। ৪৪৪ রানের বিশাল লক্ষ্যে দিন শেষে ২ উইকেটে ৩০ রান তুলেছে উইন্ডিজ। তার মানে ম্যাচ জিততে ও সিরিজ বাঁচাতে বাকী দুই দিনে ক্যারিবীয়দের করতে হবে আরও ৪১৪ রান। আর সিরিজ ২-০ করতে নিউজিল্যান্ডের প্রয়োজন ৮ উইকেট। 

অবস্থাদুষ্টে বলা যেতেই পারে কিউইরা এখন জয়ের প্রহর গুনছে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩৭৩ রানের জবাবে ২২১ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। তৃতীয় দিনে হাতের দুই উইকেটে তারা যোগ করতে পারে ৬ রান। স্বাগতিকরা লিড পায় ১৫২ রানের।
দ্বিতীয় ইনিংসে অবশ্য দলের হয়ে অধিনায়ক কেন উইলিয়ামসন ও টেইলর ছাড়া ব্যাট হাতে কেউ সুবিধা করতে পারেনি। উইলিয়ামসন ৫৪ রান করে ফিরলেও ১০৭ রানে অপরাজিত থাকেন টেইলর। ৮৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটি তার ১৭তম শতক। বর্তমান অধিনায়ক উইলিয়ামসন ও দলটির সাবেক তারকা মার্টিন ক্রোর সঙ্গে দেশের হয়ে যা যৌথ সর্বোচ্চ। ৮ উইকেটে ২৯১ রান তুলে ইনিংস ঘোষণা করে বø্যাক ক্যাপ বাহিনী।
৪৪৪ রানের জয়ের লক্ষ্যে দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার কাইরন পাওয়েলকে রানের খাতা খোলার আগেই ফিরিয়ে দেন বোল্ট। তিন নম্বরে নেমে ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেনি শিমরোন হেটমায়ার। ৩টি চারে ১৫ রান করে সাউদির শিকার হন তিনি। এরপর দিনের বাকী ৯ বলে আর কোন বিপদ ঘটতে দেননি আরেক ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ও শাই হোপ।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ৩৭৩ ও ৭৭.৪ ওভারে ২৯১/৮ডি. (টেইলর ১০৭*, উইলিয়ামসন ৫৪; কামিন্স ৩/৬৯, চেইস ২/৫১)।
ওয়েস্ট ইন্ডিজ : ২২১ ও ৮ ওভারে ৩০/২(হেটমায়ার ১৫, ব্র্যাথওয়েট ১৩*; বোল্ট ১/১১, সাউদি ১/১৮)।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ