Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফান রান অনুষ্ঠিত

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ক্রীড়া আসর এশিয়ান গেমস। এই ক্রীড়াযজ্ঞে এশিয় অঞ্চলের সবগুলো দেশকে এক সুঁেতায় গাঁথবে। আগামী বছরের ১৮ আগস্ট ইন্দোনেশিয়ার জাকার্তা ও পালেমবাং শহরে বসছে এশিয়ান গেমসের ১৮তম আসর। শেষ হবে ২ সেপ্টেম্বর। এশিয়ার ৪৫টি দেশের ক্রীড়াবিদরা অংশ নেবেন এ আসরে। গেমসকে সামনে রেখে এর সম্প্রীতির বার্তা পৌছে দিতে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) এবং আসন্ন এশিয়ান গেমস অর্গানাইজিং কমিটি যৌথভাবে আয়োজন করছে ফান রানের। এশিয়া মহাদেশের ২৮টি দেশে পর্যায়ক্রমে এই ফান রান কর্মসূচী পালিত হবে। বাংলাদেশে এশিয়ান গেমসের ফান রান গতকাল অনুষ্ঠিত হয়েছে। এদিন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) আয়োজনে সকাল সাড়ে সাতটায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবন থেকে একটি র‌্যালী শুরু হয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এসে শেষ হয়। ফান রানে বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজার নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক সাবেক ও বর্তমান ক্রীড়াবিদ অংশ নেন। র‌্যালী শেষে ফান রানে অংশগ্রহণকারীদের হাতে সনদ পত্র তুলে দেয় বিওএ। সঙ্গে লটারীর মাধ্যমে ৩০জনকে স্মারক পুরস্কার পদকও দেয়া হয়। এ সময় বিওএ’র সহ-সভাপাতি শেখ বশির আহমেদ, ফান রান অর্গানাইজিং কমিটির আহŸায়ক ও বিওএ’র উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর, আশিকুর রহমান মিকু ও ফান রানের সদস্য সচিব ও বিওএর কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী দীন এবং ওসিএ’র দু’প্রতিনিধি জিনস ঝো জিয়ান ও এলেনা রিস্টোভা চাকারোভা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ