Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রীড়া সংগঠক হেলেনার পিতৃবিয়োগ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি)’র অনারারী মেম্বার, এফবিসিসিআই’র পরিচালক ও জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারপারসন হেলেনা জাহাঙ্গীরের পিতা মেরিন ক্যাপ্টেন (অব:) আবদুল হক শরীফ আর নেই। গত শনিবার দিবাগত রাত প্রায় আড়াইটায় দাউদকান্দিস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং দুই মেয়েসহ অসংখ্য আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। রোববার বাদ আসর গ্রামের বাড়ি দাউদকান্দির কদমতলীতে তাকে দাফন করা হয়। আগামী শুক্রবার তার নিজ বাসভবনে দোয়া মাহফিল ও কোরআন তেলোয়াত অনুষ্ঠিত হবে। মরহুম আবদুল হকের মৃত্যুতে বাংলাদেশ স্পোর্টস জার্নালিষ্টস কমিউিনিটি, টেবিল টেনিস ফেডারেশন, এফবিসিসিআই ও জয়যাত্রা ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। তারা মরহুমের বিদেহী আতœার মাগফেরাত কামনাসহ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ