Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন থেকে নিষিদ্ধ প্রধান বিরোধী দল

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রধান বিরোধী দলগুলো অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, নির্বাচনী প্রক্রিয়ার পক্ষপাতিত্বের অভিযোগ তুলে জাস্টিস ফার্স্ট, পপুলার উইল ও ডেমোক্রেটিক অ্যাকশন পার্টির নেতারা মেয়র নির্বাচন বয়কট করেছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, যারা মেয়র নির্বাচনে অংশ নিয়েছেন শুধু তারাই সামনের বছর প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন।
মাদুরো দাবি করেন, ভেনেজুয়েলার নির্বাচনী প্রক্রিয়া বিশ্বাসযোগ্য। রবিবার এক ভাষণে তিনি বলেন, ‘বিরোধী দলগুলো নির্বাচনী মানচিত্র থেকে হারিয়ে গেছে। যারা আজ অংশগ্রহণ করলো না, তারা আর কখনোই অংশ নিতে পারবে না।’
গত অক্টোবরে তিনটি বিরোধী দল ঘোষণা দিয়েছিলো তারা মেয়র নির্বাচনে অংশ নেবে না। তাদের অভিযোগ, ভোটগ্রহণ প্রেসিডেন্ট মাদুরোর একনায়কতন্ত্রে পরিচালিত। এই মেয়র নির্বাচনেও বড় ব্যবধান জয়ী হতে চলেছে প্রেসিডেন্ট মাদুরোর দল সোশালিস্ট পার্টি। সূত্র : বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ