Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আফ্রিকায় ফিরতে পারে ৬ হাজার আইএস জিহাদি’

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) গ্রæপের হয়ে যুদ্ধ করা প্রায় ছয় হাজার আফ্রিকান দেশে ফিরতে পারে। রোববার আফ্রিকান ইউনিয়নের (এইউ) শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এ বিষয়ে সতর্ক করেন। তিনি এসব জিহাদির হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকতে এ অঞ্চলের দেশগুলোর প্রতি আহবান জানান।
এইউ’র শান্তি ও নিরাপত্তা বিষয়ক কমিশনার ইসমাইল চারগুই বলেন, দেশে ফিরে আসা জঙ্গিদের দমনে এ অঞ্চলের দেশগুলোর পরস্পরকে আন্তরিকভাবে সহযোগিতা করা প্রয়োজন। আলজিয়ার্সে চারগুইয়ের এক বৈঠকের বরাত দিয়ে বার্তা সংস্থা আলজেরিয়া প্রেস সার্ভিস জানায়, মধ্যপ্রাচ্যে এই সন্ত্রাসী গ্রæপে যোগ দেয়া ৩০ হাজার বিদেশি নাগরিকের মধ্যে প্রায় ৬ হাজার আফ্রিকান যোদ্ধা বলে খবর পাওয়া গেছে। তিনি বলেন, ‘আমাদের এ অঞ্চলের দেশগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য আফ্রিকায় ফিরে আসা এসব জিহাদি একটি বড় হুমকি। ফলে এ হুমকি এড়াতে আফ্রিকার দেশগুলোর মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ ও জোরালো সহযোগিতা প্রয়োজন।’
সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ