Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্রমিকলীগ নেতা আটক

সনামগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৭, ২:৫৯ পিএম

সুনামগঞ্জ পৌর এলাকায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক শ্রমিক লীগ নেতাকে আটক করেছে পুলিশ।
সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, সোমবার রাতে নবীনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মলয় চন্দ (৩৫) জেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানিয়েছেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হোসেন আহমদ রাসেল।
পরিদর্শক মামুন বলেন, রোববার রাতে পৌর এলাকার নবীনগরে ধর্মীয় কীর্তন চলছিল। এলাকার একটি পরিবারের সবাই ঘর খালি রেখে ওই কীর্তনে যান। এ সুযোগে এ পরিবারের এক শিশুকে (৯) কীর্তন থেকে ডেকে খালি ঘরে নিয়ে মলয় ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ।
শিশুর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে মলয়কে আটক করে পুলিশে দেয়।



 

Show all comments
  • alim ১১ ডিসেম্বর, ২০১৭, ৯:৪৪ পিএম says : 0
    “ আমাদের সন্মানিত আইনমন্ত্রীর দৃষ্টি আর্কষন করছি, ভাই আর কত ধর্ষন শুনতে হবে ? কয়েকটা এনকাউন্টারের অর্ডার দিন দেখবেন সব ঠিক হয়ে গেছে ৷
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রমিকলীগ নেতা আটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ