বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুনামগঞ্জ পৌর এলাকায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক শ্রমিক লীগ নেতাকে আটক করেছে পুলিশ।
সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, সোমবার রাতে নবীনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মলয় চন্দ (৩৫) জেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানিয়েছেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হোসেন আহমদ রাসেল।
পরিদর্শক মামুন বলেন, রোববার রাতে পৌর এলাকার নবীনগরে ধর্মীয় কীর্তন চলছিল। এলাকার একটি পরিবারের সবাই ঘর খালি রেখে ওই কীর্তনে যান। এ সুযোগে এ পরিবারের এক শিশুকে (৯) কীর্তন থেকে ডেকে খালি ঘরে নিয়ে মলয় ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ।
শিশুর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে মলয়কে আটক করে পুলিশে দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।