Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোল্ট-সাউদির দিন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ওয়েলিংটনের পর হ্যামিল্টনেও সেই একই ওয়েস্ট ইন্ডিজ। বল ও ব্যাট হাতে হঠাৎ ঝলক দেখালেও টেস্ট জিততে যে ধারাবাহিকরার দরকার তা এই দলে একেবারেই অনুপস্থিত। বল হাতে আগের দিনের শেষ বিকেলে স্বাগতিক নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ কাঁপিয়ে দিলেও দ্বিতীয় দিনে দুই খাতেই ক্যারিবীয়রা ছিল অনুজ্জ্বল। ২১৫ রানে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রানে পিছিয়ে দিন শেষ করেছে উইন্ডিজ।
৭ উইকেটে ২৮৬ রানে দিন শুরু করা নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৩৭৩ রানে। ব্যাট হাতে কিউই ইনিংসে এগিয়ে নেয়ার পর বল হাতে নৈপূণ্য দেখান টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। শেষ উইকেটে ৪৯ বলে ৬১ রানের দুর্দান্ত জুটি গড়েন তারা। ব্যাটিংয়ের আত্মবিশ্বাস নিয়ে বোলিংয়েও আলো ছড়ান সাউদি ও বোল্ট। তাদের সঙ্গে উইকেট নেয়ার উৎসবে যোগ দেন দলের বাকি দুই বোলার ডি গ্র্যান্ডহোম ও নেইল ওয়াগনারও। প্রত্যেকেই নেন ২টি করে উইকেট। এর মাঝে কিছুটা লড়াই করেন দলের বর্তমান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট (৬৬)। তিনি যখন ফেরেন দলের স্কোর তখন ৬ উইকেটে ১৩৫। বৃষ্টির বাধায় আর ক্যারিবিয়ান লোয়ার অর্ডারের একটু প্রতিরোধে এদিন আর অলআউট হয়নি ওয়েস্ট ইন্ডিজ। অভিষিক্ত অলরাউন্ডার রেইফার ২২ রানে অপরাজিত ৮২ বল খেলে।
নিউজিান্ড ১ম ইনিংস : ১০২.২ ওভারে ৩৭৩ (আগের দিন ২৮৬/৭)(বøান্ডেল ২৮, ওয়েগনার ১, সাউদি ৩১, বোল্ট ৩৭*; গ্যাব্রিয়েল ৪/১১৯, রোচ ৩/৫৮, কামিন্স ২/৫৭, চেইস ০/৯০, রেইফার ১/৩৬, ব্র্যাথওয়েট ০/১২)।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ৬৪ ওভারে ২১৫/৮ (ব্র্যাথওয়েট ৬৬, পাওয়েল ০, হেটমায়ার ২৮, হোপ ১৫, চেইস ১২, আমব্রিস ২, ডাওরিচ ৩৫, রেইফার ২২*, রোচ ১৭, কামিন্স ১০*; সাউদি ২/৩৪, বোল্ট ২/৬৭, ডি গ্র্যান্ডহোম ২/৪০, ওয়েগনার ২/৭৩)।
*দ্বিতীয় দিন শেষে উইন্ডিজ ২ উইকেট হাতে নিয়ে ১৫৮ রানে পিছিয়ে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ