Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিজয় দিবস কুস্তি শুরু

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় গতকাল শুরু হয়েছে দু’দিনব্যাপী বিজয় দিবস কুস্তি প্রতিযোগিতা। শহীদ এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন রফডারেশনের সহ-সভাপতি এফএম ইকবাল বিন আনোয়ার ডন। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান, যুগ্ম সম্পাদক রমসবাহ উদ্দিন আজাদ ও বাংলাদেশ আনসার দলের ক্রীড়া অফিসার মো: রায়হান উদ্দিন ফকির সহ অন্যান্য কর্মকর্তারা। উদ্বোধনী দিনে পুরুষ ও মহিলাদের মোট ১৬টি ওজন শ্রেণীর কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রথম দিনে মহিলা বিভাগে সেনাবাহিনীর ইসমাত আরা আনসারের রোজিনাকে, আনসারের রেহানা সেনাবাহিনীর রুনা সুলতানাকে এবং সেনাবাহিনীর হ্যাপি আনসারের নদী চাকমাকে হারিয়ে সেমিতে উঠেন। পুরুষ বিভাগের খেলায় বিজিবি’র মেসবাহ সেনাবাহিনীর শেখ জামানকে, বিজিবি’র রঞ্জু ঢাকার চান বাদশাকে এবং সেনাবাহিনীর রাজিব আনসারের নোমানকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেন। দুই দিনব্যাপী এবারের বিজয় দিবস উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতায় ১৬টি ওজন শ্রেণীতে বিভিন্ন সার্ভিসেস দল, ক্লাব ও জেলা দলের প্রায় ২০০ জন কুস্তিগীর অংশ নিচ্ছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ