Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পিস্তলেও ব্যর্থ শুটাররা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

যুব বিভাগে অর্ণবের সফলতা ছাড়া এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে আর কোন ভাল খবর নেই। গত শুক্রবার ১০ এয়ার রাইফেলে ব্যর্থ হয়েছিলেন বাংলাদেশের শুটাররা। এবার পিস্তলেও ব্যর্থতার পরিচয় দেন তারা। গতকাল জাপানের ওয়াকো সিটিতে ১০ মিটার পিস্তলে ব্যর্থ হন লাল-সবুজের তিন শুটার। মহিলা বিভাগে ৩৮ শুটারের মধ্যে আরমিন আশা ৩৭৬ স্কোর গড়ে ১৩তম হয়েছেন। এই ইভেন্টে জাপানের কোনিশি ওকারি স্বর্ণ, মঙ্গোলিয়ার গুনদেকমা রুপা ও ভারতের সিদ্ধু হিনা ব্রোঞ্জ জেতেন। পুরুষদের ১০ মিটার পিস্তলে ৩৭ শুটারের মধ্যে এসএ গেমসে সোনা জয়ী শাকিল আহমেদ ৫৬২ স্কোর গড়ে ২৯তম ও আনোয়র হোসেন ৫৫৪ স্কোর গড়ে ৩৪তম হয়েছেন। এই ইভেন্টে চীনের জেংজাং স্বর্ণ একই দেশের ইয়ং উইং রুপা ও ভারতের জিতু রায় ব্রোঞ্জ জেতেন। ১০ মিটার পিস্তলে শুধু সিনিয়র বিভাগে অংশ নেয় বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ