Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৌসুমী তুষারপাতে অচল নিউইয়র্ক

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নিউইয়র্কে মৌসুমের প্রথম তুষারপাত হয়েছে। গত শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত এই তুষারপাত অব্যাহত ছিল। জাতীয় আবহাওয়া সংস্থা শীতকালীন আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, নিউইয়র্ক সিটি, ওয়েস্টচেষ্টার কাউন্টি ও নিউ জার্সির উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কানেকটিকাটে মোট চার থেকে ছয় ইঞ্চি তুষারপাত হতে পারে। এলাকাগুলোর স্থানীয় বাসিন্দাদের পিচ্ছিল রাস্তায় সাবধানে চলাচল করতে পরামর্শ দেয়া হয়েছে। তাছাড়া এ সময়ে রাস্তায় দৃশ্যমানতা কমে যেতে পারে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তাপমাত্রা ৯ ডিগ্রী ফারেনহাইট থেকে আরো কমে নেমেছে হিমাঙ্কের নীচে ৬ ডিগ্রী ফারেনহাইটে। এরইমধ্যে তুষারপাতের কারণে নিউইয়র্কসহ রাজ্যের দক্ষিণাঞ্চলে তুষার ঝড়ের জরুরি সতর্কতা জারি করা হয়েছে। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ