Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছত্তিসগড়ে সহকর্মীর গুলিতে ৪ পুলিশ সদস্যের প্রাণহানি

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ভারতের ছত্তিসগড়ে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) একটি ক্যাম্পে সহকর্মীর গুলিতে চার জওয়ান নিহত এবং একজন আহত হয়েছে। প্রাথমিক তথ্যানুযায়ী, ছত্তিসগড়ের বিজাপুর জেলার বাসগুদা ক্যাম্পে ১৬২ নম্বর ব্যাটালিয়নের শিবিরে এ ঘটনা ঘটে। ওই এলাকায় মাওবাদীরা সক্রিয় বলে জানায় এনডিটিভি। যে জাওয়ান গুলি ছুঁড়ে তার নাম সনৎ কুমার বলে নিশ্চিত হওয়া গেছে। খবরে বলা হয়, নিজেদের মধ্যে বচসার জেরে চার সহকর্মীকে নিজের একে-৪৭ থেকে গুলি করে হত্যা করলেন ভারতের এক সিআরপিএফ কনস্টেবল। এ সময় একজন আহত হয়েছেন। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বিবেকানন্দ সিনহা বলেছেন, গত শনিবার বিকেল সোয়া ৫টা নাগাদ এ ঘটনা ঘটে। উচ্চপদস্থ সহকর্মীদের সঙ্গে বচসার জেরে নিজের আগ্নেয়াস্ত্র বের করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন কনস্টেবেল সনৎ কুমার। তাঁর গুলিতে প্রাণ হারান দুজন উপপরিদর্শক (এসআই), একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও একজন কনস্টেবল। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ