মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জেরুজালেম নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করতে বিশ্বের সব মুসলিম দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে আফগানিস্তান। গত শনিবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদন বলা হয়, গত শনিবার আফগান পার্লামেন্টে থেকে এ প্রস্তাব পাস হয়। পার্লামেন্টের বেশিরভাগ সদস্যই মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরোধিতা করেন। নিম্নকক্ষে সর্বসম্মতভাবে পাস হয় প্রস্তাবটি। আফগানিস্তানের প্রস্তাবে বলা হয়, ‘ট্রাম্পের ইসলামবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে সব মুসলিম দেশগুলোকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে আফগানিস্তানের মুসলিমদের ধর্মীয় মূল্যবোধ রক্ষায় একত্রিত হওয়া জরুরি।’ প্রস্তাবটিতে বিশ্বশান্তি বিনষ্ট করার জন্য ট্রাম্পকে দায়ী করা হয়। এজন্য সিদ্ধান্ত না পাল্টানো পর্যন্ত মুসলিম দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানায় তারা। আনাদোলু, এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।