Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৈনিক ৮ ঘণ্টা টেলিভিশন অনুষ্ঠান দেখেন ট্রাম্প

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন চার থেকে আট ঘণ্টা টেলিভিশন দেখেন। প্রেসিডেন্টের একাধিক ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে আলাপ করে মার্কিন পত্রিকাটি জানিয়েছে, সকাল ৫টা ৩০ মিনিট থেকে টেলিভিশন দেখা শুরু করেন ট্রাম্প। আর এটা শুরু হয় সিএনএন অনুষ্ঠান দেখার মধ্য দিয়ে। অথচ বিভিন্ন সময় ট্রাম্প সিএনএনের কঠোর সমালোচনা করেছেন। এরপরই প্রেসিডেন্ট ফক্স টেলিভিশন চ্যানেলের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ দেখেন। ফক্স টেলিভিশনের সিন হ্যানিটি. লরা ইনগ্রাহাম ও জেনিন পিরোর উপস্থাপনার অনুষ্ঠানগুলোও রয়েছে প্রেসিডেন্টের পছন্দের তালিকায়। গত মাসে এশিয়া সফরকালে ট্রাম্প তার টেলিভিশন দেখা নিয়ে সাক্ষাৎকারে যে কথা বলেছিলেন, নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদটি অবশ্য তার বিপরীত তথ্যই জানাচ্ছে। ওই সময় ট্রাম্প বলেছিলেন, ‘বিশ্বাস করুন আর নাই করুন, আমি যখন ওয়াশিংটন অথবা নিউ ইয়র্কে থাকি আমি খুব বেশি টেলিভিশন দেখি না। যারা আমাকে জানে না তারাই ভুয়া সূত্রের বরাত দিয়ে বলে আমি টেলিভিশন দেখি। বুঝতেই পারছেন ভুয়া সাংবাদিক, ভুয়া সূত্র।’ ট্রাম্প বলেছিলেন, ‘তবে আমি খুব বেশি টেলিভিশন দেখি না। এর প্রাথমিক কারণ হচ্ছে নথিপত্র। আমি নথি পড়ি, প্রচুর পরিমাণে। আমি আসলে প্রচুর পড়ি।’ নিউ ইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ