Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুজরাট নির্বাচনে ইভিএম জালিয়াতির অভিযোগ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ভারতের গুজরাট রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট শেষ হয়েছে। শনিবার গুজরাটের ১৮২ আসনের মধ্যে ৮৯টি আসনে ভোট হয়েছে। প্রথম দফার নির্বাচনে অংশ নিয়েছেন বিভিন্ন দলের ৯৭৭ প্রার্থী। নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) জালিয়াতির অভিযোগ তুলেছে বিরোধী দল কংগ্রেস। শনিবার ভোটের শুরুতে গুজরাটে ব্যবসায়ীদের এলাকা সুরাটে কয়েকটি বুথে ইভিএমে সমস্যা দেখা দেয়। কংগ্রেসের অভিযোগ ছিল, সুরাটে সমস্যা হতে পারে। হলও তাই। তবে নির্বাচন কমিশন জানায়, তাদের কাছে অতিরিক্ত ইভিএম আছে এবং সমস্যা দেখা দেয়ায় ইভিএমগুলো বেলা ১১টা নাগাদ পরিবর্তন করা হয়। ইভিএম সমস্যাকে বিজেপির ‘ষড়যন্ত্র’ বলে অভিযোগ করেছে কংগ্রেস। কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, পরাজয়ের ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে বিরোধীরা। তিনি দাবি করেন, কয়েক মাস আগেই ভোটাররা মন স্থির করে ফেলেছেন, তারা কাকে ভোট দেবেন। গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ প্রদেশের এই নির্বাচনকে ২০১৮ সালে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনে তার জনপ্রিয়তার পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে, কংগ্রেস নেতা হিসেবে রাহুল গান্ধী তার দলকে কোথায় নিয়ে যেতে সক্ষম হবেন- এ নির্বাচন তারই অগ্নিপরীক্ষা। প্রথম দফায় যে ৮৯ আসনে নির্বাচনে হয়েছে, তার মধ্যে বিজেপির দখলে ৬৭ এবং কংগ্রেসের দখলে রয়েছে ১৬টি। ১৪ ডিসেম্বর দ্বিতীয় দফার নির্বাচনে ৯৩টি আসনে ভোট নেয়া হবে। ১৮ ডিসেম্বর ভোট গণনা শেষে ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এ নির্বাচনেও বিজেপি জিতবে বলে জনমত জরিপগুলোতে আভাস মিলেছে। যদিও তাদের আসন কমবে বলে মনে করা হচ্ছে। এবিপি-সিডিএসের এক জরিপ বলছে, হাড্ডাহাড্ডি লড়াইয়ে ক্ষমতাসীন দলটি ৯১-৯৯টি আসন এবং কংগ্রেস ৭৮-৮৬টি আসন পেতে পারে। সরকার গঠনে প্রয়োজন ৯২টি আসন। গত ২৩ বছর ধরে গুজরাট শাসন করছে বিজেপি। গুজরাটে বিজেপির মুখ্যমন্ত্রী বিজয় রুপানি সকালে ভোট দেয়ার পর দাবি করেন, ‘বিজেপিই জিতবে। আমরা খুবই আত্মবিশ্বাসী, কোনো ধরনের পরিবর্তনের প্রশ্নই নেই।’ এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ