Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ট্রাম্পের সিদ্ধান্ত আইপিএইচআরসি’র প্রত্যাখ্যান

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আরব লীগের মতো জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা প্রত্যাখ্যান করেছে ইসলামিক দেশগুলোর সহযোগিতামুলক সংগঠন ওআইসির ইন্ডিপেন্ডেন্ট পারমানেন্ট হিউম্যান রাইটস কমিশন (আইপিএইচআরসি)। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের এমন ঘোষণার কড়া নিন্দা জানিয়েছে। ওদিকে আগামী বুধবার তুরস্কের ইস্তাম্বুলে এই একই ইস্যুতে জরুরি বৈঠকে বসছে ওআইসি। সেখানে যোগ দেয়ার জন্য সিঙ্গাপুরের নেতাদের সঙ্গে বার্ষিক পূর্ব নির্ধারিত বৈঠক স্থগিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। গত শনিবার উমনো এসেম্বলিতে (পার্লামেন্টে) এক ঘোষণায় তিনি এ কথা বলেছেন। ওই বৈঠকে যোগ দিতে তার যাওয়ার কথা ছিল সিঙ্গাপুরে। নাজিব রাজাক বলেন, আগামী ১৩ই ডিসেম্বর আমি ইস্তাম্বুলে ওআইসির বৈঠকে যোগ দেবো। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। ওই সম্মেলনে মালয়েশিয়ার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এ সময়ে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হুসেইনের সঙ্গে আমার বার্ষিক পরামর্শ সভার নির্ধারিত সময় ছিল। আমি তাকে ফোন করেছি এবং বলেছি, প্লিজ বোঝার চেষ্টা করুন বিষয়টি একজন মুসলিম হিসেবে এবং সব মুসলিমের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত। আরব নিউজ লিখেছে, শনিবার ওআইসির মানবাধিকার বিষয়ক স্থায়ী কমিশন আইপিএইচআরসি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। কমিশন আরো বলেছে, যুক্তরাষ্ট্রের এ ঘোষণায় গুণা, বৈষম্য, উগ্রপন্থা ও সহিংসতা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। তা বিশ্বজুড়েও দেখা দিতে পারে। আইপিএইচআরসি তার বিবৃতিতে বলেছে, জেরুজালেমকে বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলিম পবিত্র শহর হিসেবে দেখে থাকেন। তাদের কাছে এর মূল্য অপরিসীম। বার বার জেরুজালেমে ইসরাইলের সার্বভৌমত্ব ও দেয়াল নির্মাণকে প্রত্যাখ্যান করেছে ইউনেস্কো। এমন কিছু করলে তা হবে অবৈধ এ ঘোষণাও দিয়েছে ইউনেস্কো। একই বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে অবৈধ বলে ঘোষণা দিতে আহŸান জানিয়েছে আইপিএইচআরসি। এক্ষেত্রে একটি টেকসই সমাধানের জন্য জেরুজালেম ইস্যুতে একটি আন্তর্জাতিক ঐক্যমতের ওপর গুরুত্ব দেয়া হয়। আইপিএইচআরসি বলেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ গ্যারান্টি নিশ্চিত করা যে, আল আকসা মসজিদ ইসরাইলিদের হাত থেকে সুরক্ষিত রাখা হবে। আগামী বুধবার ইস্তাম্বুলে এ বিষয়ে ওআইসির জরুরি বৈঠকের প্রতি সমর্থন জানিয়েছে এ কমিশন। ওদিকে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রশ্নের জবাবে জানিয়েছে, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার নেতাদের মধ্যে ৮ম বার্ষিক বৈঠক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের অনুরোধে স্থগিত করা হয়েছে। পরে এ বিষয়ে একটি নতুন তারিখ নির্ধারণ করার কথা রয়েছে। গত বছর এ বৈঠক হয়েছিল মালয়েশিয়ার পুত্রজায়ায়। আরব নিউজ, দ্য স্ট্রেইটস টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ