Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ বিকেলটা উইন্ডিজের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের শুরুটা যদি হয় স্বাগতিক নিউজিল্যান্ডের তাহলে শেষটা অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের। দিন শেষেও কি একটু এগিয়ে ক্যারিবীয়রা? ১ উইকেটে ১৫৪ থেকে কিউই স্কোরকে ৭ উইকেটে ২৮৬ রানে পরিণত করা কিন্তু সেকথায় বরে।
চা-বিরতির ঠিক আগ মুহূর্ত থেকে একযোগে জ্বলে উঠেন ক্যারিবীয় বোলাররা। দারুণ এক ঝটকায় মাত্র ৩৫ রানে তারা তুলে নেয় মিডল-অর্ডারের ৪ উইকেট।
এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় উইন্ডিজের নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডোর নেই এই টেস্টে। অনিয়মিত অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন। উদ্বোধনী জুটিতে দলকে ৬৫ রানের সূচনা এনে দেন নিউজিল্যান্ডের দুই ওপেনার জিত রাভাল ও টম লাথাম। ২২ রানে থাকা লাথামকে বিদায় নিলেও অপর প্রান্তে রাভাল ছিলেন অবিচল। অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৮৯ রানের জুটিও গড়েন। এরপরই হঠাৎ পথ হারায় কিউই ইনিংস। মাত্র ৫ রানের ব্যবধানে ফেরেন দুজনই। ব্যাক্তিগত ৪৩ রানে বিদায় নেন উইলিয়ামসন। ১৫৭ বলে থামে রাভালের লড়াকু ৮৪ রানের ইনিংস। ১৮৯ রানে পৌঁছাতে তারা হারায় আরও ২ উইকেট। একে একে ফেরেন রস টেইলর (১৬) ও হেনরি নিকোলস (১৩)।
৭৬ রানের জুটিতে সেই ধাক্কা সামাল দেন মিচেল স্যান্টনার ও প্রথম টেস্টো সেঞ্চুরিডভন কলিন ডি গ্র্যান্ডহোম। দিন শেষে ভালো অবহমকায় থাকার স্বপ্নও দেখছিলো বø্যাক ক্যাপরা। কিন্তু ১০ রানের ব্যবধানে দুজনকেই ফিরিয়ে দিনটা নিজেদের করে নেন শ্যানন গ্যাব্রিয়েল। ৭৯ রানে ৩ উইকেট নিযে সফরকারী দলের সেরা বোলরও এই পেসার। ২ উইকেট নেন ম্যাগুলে কামিন্স।
স্যান্টনার ২৪ রানে ফিরলেও, টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে আউট হন গ্র্যান্ডহোম। ৫টি চার ও ৪টি ছক্কায় ৬৩ বলে ৫৮ রান করেন তিনি। প্রথম টেস্টে ৭৪ বলে ১০৫ রান করেছিলেন গ্র্যান্ডহোম।
নিউজিল্যান্ড ১ম ইনিংস : ৮৭ ওভারে ২৮৬/৭ (রাভাল ৮৪, লাথাম ২৩, উইলিয়ামসন ৪৩, টেইলর ১৬, নিকোলস ১৩, স্যান্টনার ২৪, গ্র্যান্ডহোম ৫৮, বøান্ডেল ১২*, ওয়েগনার ১*; গ্যাব্রিয়েল ৩/৮৩, রোচ ১/৪৫, কামিন্স ২/৩৩, চেইস ০/৭৮, রেইফার ১/৩৬, ব্র্যাথওয়েট ০/১১)। *প্রথম দিন শেষে

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ