Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার নিষিদ্ধ ডাকেট

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

অ্যাসেজে প্রথম দুই টেস্ট সোচনীয়ভাবে হেরে এমনিতেই ব্যাকফুটে ইংল্যান্ড। এর সঙ্গে দলে যোগ হচ্ছে নতুন সব বিতর্ক। ‘মাধ্য রাতের কার্ফু’ দিয়েও যা সামলানো যাচ্ছে না। স্টোকস-হেলসের পর এবার দলে যোগ হল বেন ডাকেট কান্ড। পার্থে পানশালায় অপ্রীতিকর এক ঘটনার প্রেক্ষিতে এই ব্যাটসম্যানকে নিষিদ্ধ করায় নতুন বিতর্ক জন্ম দিযেছে ইংলিশ দলটি। গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার শেষ বেলায় পানশালায় দলের সিনিয়র এক খেলোয়াড়ের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন ডাকেট। যে কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে ঘটনা তদন্তের জন্য একটি ডিসিপ্লিনারি কমিটিও গঠন করা হয়েছে।
ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ক্রিকেট ডিরেক্টর এন্ড্রু স্ট্রস কর্তৃক প্রায় ১৫ দিন আগে ইংল্যান্ড দলের ওপর জারিকৃত মধ্যরাতে কার্ফু প্রত্যাহারের পর প্রথম রাতেই এ অপ্রীতিকর ঘটনা ঘটল। অস্ট্রেলিয়া সফরের প্রথম রাতে পার্থ-এ একটি পানশালায় অজি টেস্ট ওপেনার ক্যামেরন বেনক্রফটের সঙ্গে ইংল্যান্ড উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর বিবাদেও গঠনা প্রকাশ পাওয়ার পর সফরকারী দলের উপর মধ্য রাতের কার্ফু জারি করা হয়।
এর আগে গত সেপ্টেম্বরে ব্রিস্টলে একটি পানশালার বাইরে মারামারির ঘটনা নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। তিনি অবশ্য এই দলে নেই, বর্তমানে খেলছেন নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ