Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন নেতৃত্বে ভারত-শ্রীলঙ্কা

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : ২০১৬ সালের জুন থেকে টানা সাতটি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। ভারত সফরকরী শ্রীলঙ্কা দলের পিলে চমকে দিতে এই পরিসংখ্যানটুকুই যথেষ্ঠ। কিন্তু একটিা খবরে নিশ্চয় হাফ ছেড়ে বেঁচেছেন লঙ্কানরা। ভারতের ওয়ানডে দলে নেই তাদের নিয়মিত দলপতি বিরাট কোহলি; প্রতিটা সিরিজ জয়ে যিতি সামনে থেকে দলকে নেতৃত্ব নিয়েছেন।
আজ থেকে শুরু হচ্ছে দুদলের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। উপমহাদেশজুড়ে অতিরিক্ত ঠান্ডা ও কুয়াশা কথা বিবেচনা করে ম্যাচ শুরু হওয়ার সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে। বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে আজকের ধর্মশালার ম্যাচটি।
২০১৬ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মাটিতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে হারে ভারত। এরপর ওই বছরের মাঝামাঝি সময় থেকে গেল অক্টোবর পর্যন্ত সাতটি ওয়ানডে সিরিজে অংশ নেয় বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। সবগুলোই দাপটের সাথে জিতে নেয় তারা। এরমধ্যে চারটি দেশের মাটিতে ও তিনটি বিদেশের মাটিতে। দেশের মাটিতে নিউজিল্যান্ডকে দু’বার, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে একবার করে এবং বিদেশের মাটিতে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে হারায় টিম ইন্ডিয়া। তবে তিন ম্যাচের টেস্ট সিরিজে ভারতের বিপক্ষে দুর্দান্ত লড়াই করা শ্রীলঙ্কা, ওয়ানডেতে ভালো কিছুর জন্য মুখিয়ে আছে।
কোহলির অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ওয়ানডেতে একমাত্র ব্যাটসম্যান হিসেবে দু’বার ডাবল-সেঞ্চুরি করা ওপেনার রোহিত শর্মা। শ্রীলঙ্কার ওয়ানডে নেতৃত্বেও এসেছে পরিবর্তন। সীমিত ওভারের ম্যাচে দলের নতুন নেতৃত্বে আছেন থিসারা পেরেরা। সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে রংপুর রাইডার্সের হয়ে আটটি ম্যাচ খেলেছেন তিনি। দলের সাথে যোগ দিতে ২৬ নভেম্বর ঢাকা ছাড়েন পেরেরা।
গেল মাসে পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন পেরেরা। ওই সিরিজে প্রথম দুই ম্যাচ আবুধাবিতে হলে তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হয় পাকিস্তানের লাহোরে। নিয়মিত অধিনায়ক উপুল থারাঙ্গা পাকিস্তানের মাটিতে খেলতে অস্বীকার করায় পেরেরাকে ওই সিরিজে অধিনায়ক করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়কের পদে পরিবতৃনের কারন জানায়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
সম্প্রতি ওয়ানডে সিরিজে খুবই বাজে পারফরমেন্স করে চলেছে লঙ্কানরা। ২০১৬ সালের জুন থেকে ছয়টি সিরিজে হার ও বাংলাদেশের সাথে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করে তারা। তবে এসব স্মৃতি ভুলে এবার নতুনভাবে শুরুর কথা বললেন দলটির নয়া অধিনায়ক, ‘অতীত নিয়ে আমরা চিন্তিত নই। আমরা নতুনভাবে ওয়ানডে সিরিজ শুরু করতে চাই এবং ভালো পারফরমেন্স করতে চাই।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ